নাবালিকাকে ধর্ষণের দায়ে টিউশন শিক্ষককে ১১১ বছরের কারাদণ্ড, জরিমানাও

By Bangla News Dunia Dinesh

Published on:

rape

 

Bangla News Dunia, দীনেশ :- কেরলে নাবালিকাকে ধর্ষণের (Kerala Rape Case) দায়ে এক টিউশন শিক্ষককে ১১১ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। করা হল জরিমানাও। জরিমানা দিতে না পারলে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও এক বছর।

আরো পড়ুন :- ২০২৪ সালে ভারতীয়রা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করলেন ? একনজরে দেখে নিন তালিকা

কেরলের (Kerala) তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) ঘটনা। ২০১৯ সালে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই টিউশন শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ছাত্রীকে সে বিশেষ ক্লাসের নাম করে নিজের বাড়িতে ডেকেছিল। ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ডও করেছিল। পাঁচ বছর ধরে মামলার শুনানি চলে। অবশেষে তিরুবনন্তপুরমের ফাস্ট ট্র্যাক আদালত ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করে।

আরো পড়ুন :- মাত্র 3,530 টাকা ঢেলে 33 কোটি রিটার্ন ! 6 মাসে কোটিপতি বিনিয়োগকারীরা, জানুন সেই মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষক সরকারি চাকরি করত। পাশাপাশি টিউশনও করত। ঘটনার পর ওই ছাত্রী টিউশনে যাওয়া বন্ধ করে দেয়। তারপর তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল করে দেয় ওই শিক্ষক। ছাত্রীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও তদন্তকারীদের ভুল তথ্য দিয়ে সে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। তার মোবাইল ফোনের সূত্র ধরে দোষ প্রমাণ করা হয়। ছাত্রীকে ধর্ষণের কথা জানতে পেরে শিক্ষকের স্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। তিরুবনন্তপুরমের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক আর রেখা তাকে দোষী সাব্যস্ত করে ১১১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ১.০৫ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

আরো পড়ুন :- ‘এবার ঘুরে দাঁড়ানোর পালা’- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ?

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন