নামী ব্রান্ডের দামি ফোন এত সস্তায়, বিজ্ঞাপনের চমকের আড়ালে পাতা থাকে কোন ফাঁদ ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাত্র কয়েক হাজার টাকার ব্যাপার। পেয়ে যাবেন নামী ব্র্যান্ডের লেটেস্ট দামি ফোন। এ রকম বেশ কিছু বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে টেলিগ্রাম গ্রূপে এরকম বহু প্রমোশনাল বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই এমন কোনও বিজ্ঞাপন দেখলে যে লোকে উৎসাহিত হবে, সেটাও ঠিক। অনেকেই বোঝেন না এটাও একটা প্রতারণার ফাঁদ হতে পারে। ফলে টাকা খোয়াচ্ছেন অনেকেই। তাই সতর্ক থাকতে জেনে নিন কী করবেন, কী করবেন না।

* প্রথমেই মাথায় রাখুন কোনও নামি কোম্পানি এভাবে শুধু কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে, বিশেষ করে শুধু টেলিগ্রাম গ্রূপে বিজ্ঞাপন দেয় না।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

* এরকম কোনও বিজ্ঞাপন দেখলে সাড়া দেওয়ার আগে ভালো করে বিজ্ঞাপনের লেখা, ব্র্যান্ড এর নাম এগুলো দেখুন। খেয়াল রাখুন আসল কোম্পানির নামের সঙ্গে কোনও অক্ষরে তফাৎ আছে কী না অথবা বিজ্ঞাপনি ভাষায় গলদ আছে কী না। তাহলে এটা ভুয়ো হওয়ার সম্ভাবনাই বেশি।

* এরকম বিজ্ঞাপন দেখে কেনাকাটার আগে নজর রাখুন সংশ্লিষ্ট সংস্থার আসল ওয়েবসাইটে। দেখুন সেখানে এত বিপুল ছাড়ে স্মার্টফোন বিক্রির কোনও বিজ্ঞাপন সত্যি আছে কী না। দরকারে ওই সংস্থার নিকটবর্তী অফিসিয়াল শো-রুমে যোগাযোগ করুন।

* যদি বিজ্ঞাপনটি ভুয়ো নাও হয়, তাহলেও ভালো করে পুরো বিজ্ঞাপন পড়ুন। শুধু ছাড়ের কথাটি বড়ো হরফে লেখা আছে দেখে মোহিত হয়ে যাবেন না। ছোট অক্ষরে লেখা শর্তাবলীও ভালো করে পড়ে নিন।

* অনলাইনে টাকা পেমেন্টের সময়ে ভালো করে খোঁজ নিন অন পেমেন্ট গেটওয়েটি সুরক্ষিত কী না। কোনও সমস্যা বুঝলে টাকা লেনদেন না করাই ভালো।

* অনেক ক্ষেত্রে এরকম লিংক ছড়িয়ে দিয়ে মোবাইল কেনার বিজ্ঞাপনের ফাঁদে আসলে স্মার্টফোনে রিমোট অ্যাপ ডাউনলোড করিয়ে নেয় প্রতারকরা। তাই লিংকে ক্লিক করার আগে দেখে নিন এর মাধ্যমে কোনও অ্যাপ আপনার গ্যাজেটে ডাউনলোড হয়ে যাচ্ছে কী না।

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

* আবার অনেক ক্ষেত্রে এরম লিংকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়া হতে পারে। তাই আপনার স্মার্টফোনে যেন লাইসেন্সড অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার থাকে।

* এসব ক্ষেত্রে যদি সবকিছু খতিয়ে দেখে স্মার্টফোন কেনার সিদ্ধান্ত নেনও, তাহলেও অনলাইন পেমেন্টের আগে ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নেওয়াই ভালো।

* অর্ডার ডেলিভারি হলে ডেলিভারিবয়ের সামনে প্যাকেট খুলে দেখে নিন আপনার পছন্দের জিনিসটিই পেয়েছেন কী না। তারপরে পেমেন্ট করুন।

* এরকম কোনও লিংক দেখে সন্দেহ হলে অন্য কাওকে তা ফরোয়ার্ড করবেন না।

* কোনও সামগ্রী অনলাইনে কেনার সময়ে প্রতিটি স্টেপের স্ক্রিনশট নিয়ে রাখুন। যাতে পরবর্তী সময়ে প্রতারণার খপ্পরে পড়লেও আপনার কাছে সুনির্দিষ্ট ডকুমেন্ট থাকে পুলিশে অভিযোগ জানানোর জন্য।

আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন