নামী সংস্থার কেকে কিলবিল করছে পোকা? অভিযোগ ঘিরে হুগলিতে শোরগোল

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নামী সংস্থার থেকে কেক কিনেছিলেন ডানকুনি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ সিকন্দর। কিন্তু সেই কেক থেকেই মিলেছে জ্যান্ত পোকা, সিকন্দরের অভিযোগ এমনটাই। যদিও ওই সংস্থার যে ফ্র্যাঞ্চাইজি থেকে কেকটি কেনা হয়েছিল, তার মালিক এই অভিযোগ উড়িয়ে দেন। তাঁর দাবি, কেকের মধ্যে জ্যান্ত পোকা থাকতেই পারে না। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ডানকুনির টি এন মুখার্জি রোড এলাকায়।

জানা গিয়েছে, বুধবার ওই নামী সংস্থার একটি শাখা থেকে ২টি কেক কিনেছিলেন সিকন্দর। তাঁর ছেলে বুধবার একটি কেক খান। বৃহস্পতিবার অন্য কেকটি খেতে যাওয়ার সময়ে সে দেখে তাতে জ্যান্ত পোকা কিলবিল করছে।

আরও পড়ুন:- 25 বছর বাদে পদ্ম ফুটছে দিল্লিতে! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়, দ্বিতীয় স্থানে কোন দল ?

জ্যান্ত পোকা সমেত কেকটি নিয়ে সটান ওই দোকানে হাজির হন তিনি। দোকানের মালিকের কাছে তিনি জানতে চান, ওই কেক খেয়ে যদি তাঁর সন্তান অসুস্থ হতেন, সেক্ষেত্রে তার দায় কে নিত? যদিও ওই নামী সংস্থার ফ্র্যাঞ্চাইজির মালিক অঙ্কিতা সামন্ত বলেন, ‘কেক যে ভাবে তৈরি হয় এবং তা যে ভাবে সংগ্রহ করে রাখা হয় সেখানে জ্যান্ত পোকা থাকা অসম্ভব।’ তিনি আরও জানান, কেক তাঁরা তৈরি করেন না। শুধুমাত্র তা বিক্রি করেন। এতদিন ধরে কেকের মধ্যে ওই পোকাটির জীবিত থাকা কোনওমতেই সম্ভব নয় বলে জানান তিনি। সিকন্দরকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন তিনি।

এই ঘটনায় পুলিশে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেননি সিকন্দর। তবে স্থানীয়ভাবে এই ঘটনায় তীব্র আলোড়ন পড়ে গিয়েছে।

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন