Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পা বাঁধা ছিল, বাঁধা ছিল মুখও। সেই অবস্থাতেই ছুড়ে ফেলে দেওয়া হয় ব্রিজ থেকে। তার জেরেই মৃত্যু হয় ২১টি কুকুরের। গুরুতর জখম ১১টি কুকুরকে উদ্ধার করা হয়েছে। চলতি মাসের প্রথম দিকে তেলঙ্গনার সাঙ্গারেড্ডির এদ্দুমালাইরাম গ্রামে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। একটি পশুপ্রেমী সংস্থার তরফে ইন্দ্রকরণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রের খবর, ওই থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, একটি ব্রিজের নীচে ওই কুকুরগুলিকে পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখানেই একাধিক কুকুরকে গুরুতর জখম অবস্থাতেও পাওয়া গিয়েছে। সেই কারণেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্রিজের উপর থেকে ছুড়ে ফেলা হয়েছে ওদের। ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মৃত কুকুরদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলে আরও কিছু তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী অফিসারেরা।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে নতুন ভোটার তালিকা। এক ক্লিকে PDF Download করে নিন
৪ জুন প্রকাশ্যে আসে এই ঘটনা। পশুপ্রেমী সংস্থা সিটিজ়েনস ফর অ্যানিম্যালস এই ঘটনার খবর পায়। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় তাদের প্রতিনিধি দল। সংস্থার প্রতিনিধিদের তরফে জানানো হয়েছে সেখানে পৌঁছে বীভৎস দৃশ্যের সাক্ষী হতে হয়েছে তাঁদের। সংবাদমাধ্যমকে ওই সংস্থার এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, ওই এলাকায় গিয়ে তারা দেখেন কুকুরের মৃতদেহের স্তূপ হয়ে রয়েছে, সেখানেই বেশ কয়েকটি কুকুর আধমরা অবস্থায় বেঁচে রয়েছে। ম্যাগটে ভরে গিয়েছে তাদের দেহ। ব্রিজের নীচে ওই জায়গাটি থেকে উদ্ধার করতেও সমস্যার মুখে পড়তে হয় উদ্ধারকারী দলকে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পরে ১১টি কুকুরকে উদ্ধার করে শেল্টারে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি করা হয়েছে।
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025