Bangla News Dunia , দীনেশ : আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে লিঙ্গ বৈষম্য থেকে শুরু করে নারীদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা চলছে। লিঙ্গ বৈষম্য দূর করতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাষ্ট্রসংঘ এবং তার সহযোগী দেশগুলি। আর এবার নারীদের ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য সংক্রান্ত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরওয়ের ওসলো শহরে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন :- এগিয়ে আসছে পৃথিবীর শেষ দিন ? কি বলছে বিজ্ঞানীরা
আগামী 17 থেকে 22 নভেম্বর, 6 দিন ধরে চলা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ভারতে থাকা নরওয়ের রাষ্ট্রদূত মে-এলিন স্টেনার এবং রাষ্ট্রসঙ্ঘের মহিলা শাখার নরওয়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ফার্গুসন চিঠি পাঠিয়ে সম্মেলনে যোগ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন।
আরো পড়ুন :- মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী !
ভারতে অবস্থিত নরওয়ে দূতাবাস ও রাষ্ট্রসংঘের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে নরওয়ের রাজধানী ওসলোতে আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। সেখানেই মূলত অংশগ্রহণকারীরা এই বিষয়ে তাঁদের মতামত বিনিময় করবেন । নারীদের সমান অধিকার, সামাজিক জীবনে তাঁদের অংশগ্রহণ এবং রাজনৈতিক ও জনজীবনে নেতৃত্বদানের ক্ষেত্রে নারী শক্তির আরও বিকাশই এই মিশনের লক্ষ্য ।
আরো পড়ুন :- বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় ভারতেরও থাকা উচিত : পুতিন
সব সময় মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক মূলস্রোতে মর্যাদার আসন দেওয়ার জন্য রাষ্ট্রসংঘ কাজ করে চলেছে ৷ সেই জায়গা থেকে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম। জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু চোখের অপারেশনের পর সদ্য বিদেশ থেকে ফিরেছেন ৷ সেক্ষেত্রে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানে যোগ দিতে তিনি যাবেন কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি । তবে মনে করা হচ্ছে, এ বিষয়ে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ তিনি নিতে পারেন অভিষেক।