নারী সুরক্ষায় এবার ‘অভয়া প্লাস’ ট্রেনিং, জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের ৷ সেই চিন্তা খানিক দূর করতে এক অভিনব কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নিজেদের সুরক্ষা যাতে মেয়েরা নিজেরাই করতে পারেন, তার জন্য ‘অভয়া প্লাস’ নামে এক প্রকল্প চালু করতে চলেছেন তিনি ৷ এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বাংলার রাজ্যপালের দায়িত্বে 2 বছর পূর্তিতে এই সঙ্গে আরও একাধিক কর্মসূচির ঘোষণা করলেন সিভি আনন্দ বোস ৷

2022 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সিভি আনন্দ বোস ৷ 2024 সালের 23 নভেম্বর তাঁর মেয়াদের দু’বছর পূর্ণ হবে ৷ সেই উপলক্ষে রাজ্যবাসীর উদ্দেশে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যপাল ৷ কালীপুজোর রাতে এই বিষয়ে রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ বিবৃতিতে লেখা রয়েছে, বর্তমানে দৈনন্দিন জীবনে রাজ্যের মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ সেই সমস্যার মোকাবিলা ও বাংলার উন্নতি সাধনে গঠনমূলক ও সৃজনশীল একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল ৷

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

সূত্রের খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন রাজ্যপাল ৷ বিশেষ গুরুত্ব দেওয়া হবে মানবপাচার বিরোধী কার্যক্রমে । মাদক বিরোধী উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষাতেও জোর দেওয়া হবে । যুব সমাজের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগ থাকবে । এর মাধ্যমে শিক্ষিত যুবক-যুবতীরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পাবেন । এই উদ্যোগগুলির লক্ষ্য থাকবে সমাজের দুর্বল শ্রেণীর মানুষের কল্যাণ করা ৷

এই উদ্যোগের আওতায় রাজ্যের আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া হিংসা বিধ্বস্ত 250টি গ্রাম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল । এই কর্মসূচির আনুষ্ঠানিক নাম দিয়েছেন ‘আপনা ভারত–জাগতা বেঙ্গল’ ৷ এই কর্মসূচি 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে । এর প্রধান লক্ষ্য, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করা । রাজ্যপালের ওএসডি সন্দীপ রাজপুত বলেন, “রাজ্যপাল তাঁর ধারাবাহিক কাজের সঙ্গে সঙ্গতি রেখে, এই কর্মসূচি নিয়েছেন । এই কর্মসূচিতে সাধারণ মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান ঘটবে । আপনা ভারত–জাগতা বেঙ্গল, উদ্যোগের মাধ্যমে রাজ্যপাল জাতীয় গর্বের সঙ্গে বঙ্গের মহিমাকে সংযুক্ত করতে চান ।”

দু’বছরের পূর্তিতে রাজ্যপালের গৃহীত কর্মসূচি:

  • 1) ফাইল টু ফিল্ড কর্মসূচি: রাজ্যপাল রাজ্যের সমস্ত জেলার 250টি স্থানে পরিদর্শন করবেন ৷
  • 2) দুয়ারে রাজ্যপাল: রাজ্যের বিভিন্ন আদিবাসী অঞ্চলে এবং যে কোনোও ধরণের অসুবিধায় থাকা ব্যক্তিদের, বিশেষ করে অসহায়, দুঃস্থ এবং বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল ৷
  • 3) ক্যাম্পাসে রাজ্যপাল: বিভিন্ন কলেজ ও স্কুল ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
  • 4) জন কি বাত: এই কর্মসূচির মাধ্য়মে রাজ্যপাল সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন ।
  • 5) গভর্নরের গোল্ডেন গ্রুপ: এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের উজ্জ্বল ও মেধাবী ব্যক্তিদের সমাজের কল্যাণে অবদান রাখার সুযোগ দেওয়া হবে ।
  • 6) গভর্নরের স্কলারশিপ স্কিম: মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি প্রদান করা হবে ।
  • 7) গভর্নরের অ্যাওয়ার্ড স্কিম: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মান প্রদান করা হবে ।
  • 8) গভর্নরের সিটিজেন কানেক্ট: এই উদ্যোগের সাহায্যে রাজ্যপাল বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন ।
  • 9) অভয়া প্লাস: মেয়েদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ কোর্স ।

আরো পড়ুন:- পৃথিবীর চেয়ে ৫ গুণ বেশি বড়, থাকতে পারবে মানুষও! ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

https://twitter.com/daily_khabor/status/1851290770466357422

https://twitter.com/daily_khabor/status/1851290897495003493

https://twitter.com/daily_khabor/status/1851290163596702094

https://twitter.com/daily_khabor/status/1851289300165660760

https://twitter.com/kaushik94544429/status/1840973631305699595

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

মন্তব্য করুন