‘নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান’ আনল Jio, এই রিচার্জে মিলবে আকর্ষণীয় অফার, জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Jio

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বছরকে স্বাগত জানাতে নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান আনল রিলায়েন্স জিয়ো। এর নাম ‘নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান’। দাম ২০২৫ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২০০ দিন। আনলিমিটেড কলিং-সহ একাধিক সুবিধা এই প্ল্যানের মাধ্যমে দিচ্ছে জিয়ো। এর পাশাপাশি এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে পেতে পারেন আকর্ষণীয় কুপন এবং ডিসকাউন্ট। ১১ ডিসেম্বর থেকে এই প্ল্যান দিয়ে রিচার্জ শুরু হয়েছে। ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত এই প্ল্যান দিয়ে রিচার্জ করাতে পারবেন জিয়োর গ্রাহকরা।

কী কী সুবিধা মিলবে জিয়োর ২০২৫ রিচার্জ প্ল্যানে?

  • জিয়োর এই প্ল্যানে মিলবে আনলিমিটেড ৫জি ইন্টারনেট। যা দিয়ে দ্রুতগতিতে ব্রাউজ়িং এবং স্ট্রিমিং পরিষেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
  • ২০২৫ টাকার এই রিচার্জে ৫০০ জিবি ৪জি ডেটা মিলবে। রোজ ২.৫ জিবি করে হাইস্পিড ইন্টারনেট পাবেন গ্রাহকরা। আড়াই জিবি-র পর নেটের গতি কিছুটা স্লথ হয়ে যাবে।
  • এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এসএমএস পাঠানোর ক্ষেত্রেও কোনও সীমাবদ্ধতা নেই।
  • আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

এর পাশাপাশি এই প্রিপেড প্ল্যান দিয়ে রিচার্জ করলে একাধিক প্ল্যাটফর্মে মিলবে আকর্ষণীয় ছাড়।

  • ২০২৫ টাকার এই প্রিপেজ রিচার্জে পেতে পারেন আজিও-র কুপন। ফ্যাশন রিটেলার ব্র্যান্ডে আড়াই হাজার টাকা বা তার বেশি অঙ্কের কেনাকাটায় মিলবে ৫০০ টাকার ডিসকাউন্ট।
  • স্যুইগি-র কুপনও পেতে পারেন এই রিচার্জের মাধ্যমে। ৪৯৯ টাকার বেশি অনলাইন ফুড অর্ডারে মিলবে ১৫০ টাকার ডিসকাউন্ট।
  • এর পাশাপাশি মেকমাইট্রিপ-এর অ্যাপ বা ওয়েবসাইট থেকে ফ্লাইটের টিকিটে ১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন পার্সোনাল বা হলিডে ট্রিপে।

এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে বড় অঙ্কের সেভিং হবে জিয়ো গ্রাহকদের। একই সুবিধাযুক্ত জিয়োর মাসিক প্রিপেড প্ল্যানের খরচ ৩৪৯ টাকা। সেই রিচার্জ ৬ মাস করলে যা খরচ হবে, তার থেকে এই রিচার্জ করলে ৪৬৮ টাকা বাঁচবে। সেই সঙ্গে ২০০ দিনের ভ্যালিডিটি পাবেন। জিয়োর ওয়েবসাইট বা মাইজিয়ো অ্যাপ থেকে করা যাবে এই রিচার্জ।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন