Bangla News Dunia, দীনেশ :- চাবুক মেরে প্রতিবাদ! চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নিজেকেই চাবুক পেটা করলেন তামিলনাড়ু বিজেপির সভাপতি আন্নামালাই। শুক্রবার সকালে নিজের বাড়ির সামনে খালি গায়ে একটি লুঙ্গি পরে নিজের শরীরে একের পর এক চাবুকের আঘাত করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি আন্নামালাইয়ের হাতে চাবুক তুলে দিচ্ছেন সেই চাবুক কয়েকবার হাওয়ায় ঘুরিয়ে নিয়ে নিজেকেই আঘাত করছেন আন্নামালাই। তার পেছনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। পরে একজন ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরে চাবুকপেটা করা থেকে বিরত করেন।
আরো পড়ুন :- ভয়ঙ্কর যুদ্ধ কি আসন্ন ? পাক সীমান্তের দিকে এগোচ্ছে ১৫ হাজার তালিবান সেনা
আরো পড়ুন :- ফোন ধরলেই সর্বনাশ ! এই নম্বরগুলি থেকে কল আসলে ভুলেও তুলবেন না
উল্লেখ্য, গত বৃহস্পতিবারই আন্নামালাই জানিয়েছিলেন চেন্নাইয়ের বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে তিনি কোয়েম্বাটোরে তার বাড়ির সামনে নিজেকে চাবুক পেটা করবেন। এর পেছনে তাঁর উদ্দেশ্য, মানুষের দৃষ্টি এই ঘটনার প্রতি আকর্ষণ করা। ওই দিনই তিনি আরও জানান, যতদিন না ডিএমকে সরকারকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলতে পারছেন ততদিন তিনি খালি পায়ে থাকবেন। আন্নামালাইয়ের অভিযোগ, চেন্নাইয়ে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মূল অভিযুক্ত গণশেখরন ডিএমকের একজন পদাধিকারি। তাকে বাঁচাতে চাইছে ডিএমকে। এমনভাবে এফআইআর লেখা হয়েছে যাতে নির্যাতিতাকেই দোষী বলে মনে হয়। কিন্তু ডিএমকে এই অভিযোগ অস্বীকার করেছে। তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রেঘুপতি জানান, অভিযুক্ত ডিএমকের পদাধিকারী তো দূর প্রাথমিক সদস্যও নয়।