নির্ভয়া কাণ্ডের দোষীদের নতুন ফাঁসির পরোয়ানা জারির আর্জি দিল্লি সরকারের

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- এই দিন ৩ রা মার্চ নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির আদেশ দিয়েছিলো সুপ্রিম কোর্ট। কিন্তু তার ঠিক আগেই আবার একবার আইনের ফাঁক খুঁজে ফাঁসি আটকে দেয় দোষীদের উকিল। ২ রা মার্চ সোমবার নির্ভয়া কাণ্ডের দোষী পবন গুপ্তা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আর্জি জানান। ফলে আটকে যায় ফাঁসি।

তবে এই দিন রাষ্ট্রপতি পবন গুপ্তার প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করেন। আর তার পরই নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন দিল্লির আম আদমি সরকার। এই দিন দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয় নির্ভয়ার অপরাধীদের সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে , ফলে ফাঁসি দেবার জন্য আর কোনো বাধা রইলো না। তাই আর দেরি না করে ফাঁসির তারিখ ঠিক করা হোক।

৩ রা মার্চ নিয়ে তিনবার নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির পিছিয়ে গেছে। ৩ রা মার্চের আগে ২২ শে জানুয়ারি ও ১ রা ফেব্রূয়ারি নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির দিন ঠিক করা হলেও বিভিন্ন আইনি জটিলতার জন্য পিছিয়ে যায় ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া।

[ আরো পড়ুন :- চোখে ট্যাটু করিয়ে সম্পূর্ণ দৃষ্টি শক্তি হারালেন এই মডেল। ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন