Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ১ ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক বিষয় গুরুত্ব পেয়েছে তাঁর বাজেটে। কয়েকটি ক্ষেত্রে তুলনায় কম নজর দেওয়া হয়েছে বলেও সমালোচনা হয়েছে। নির্মলার বাজেটের প্রভাব পড়েছে দেশের স্টক মার্কেটেও। বাজেটে কাঙ্খিত গুরুত্ব পেয়ে কয়েকটি সেক্টরের স্টক দুরন্ত পারফর্ম করেছে। এই সপ্তাহেও ওই সব সেক্টরের স্টকগুলিতে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ সেগুলি লাভজনক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আবার বেশ কিছু সেক্টরের স্টকের দাম পড়েছে। ওই সব ক্ষেত্রে ক্যাপিটাল এক্সপেনডিচার পর্যাপ্ত না হওয়ার জেরেই এই পতন বলে মত বিশেষজ্ঞদের। এই তথ্য আগামী সপ্তাহে স্টক কেনা-বেচার ক্ষেত্রে বড় সহায়ক হতে পারে।
Consumer & FMCG stocks: বাজেট ঘোষণা পর এফএমসিজি এবং কনজ়িউমার সেক্টরের স্টকগুলি দারুণ চাঙ্গা রয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, আইটিসি, ডাবর, ম্যারিকো, নেসলের মতো সংস্থার স্টকের দাম অনেকটা বেড়েছে। গত কয়েক মাসে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছিল এই সমস্ত সেক্টরের স্টকের দামে। আয়করে ছাড় বাজারে বেচা-কেনা বাড়াবে বলে আশা। যার জেরে আগামী দিনে এই সমস্ত সংস্থার স্টকের পারফরম্যান্স ভালো হতে পারে বলে মত বিশ্লেষকদের।
Auto & consumer durables stocks: অটো এবং কনজ়িউমার ডিউরাবেলস সেক্টরের স্টকেও নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞরা দিয়েছেন। শনিবার মারুতি সুজ়ুকি, টাটা মোটরস, হিরো মোটো কর্পের মতো একাধিক অটো সংস্থার শেয়ারের দাম বেড়েছে। ডিক্সন টেকনোলজি, ভোল্টাস, ওয়ারর্লপুল, ব্লুস্টার. ক্রম্পটন, হ্যাভেলস, টাইটান, ভি গার্ডের মতো কনজ়িউমার ডিউরাবেলস সেক্টরের একাধিক সংস্থার শেয়ার দর বেড়েছে।
Agriculture Stocks: অর্থনৈতিক বিকাশের পথে যেতে কৃষিক্ষেত্রের উন্নতি করতে হবে। বাজেট বক্তৃতায় এগ্রিকালচার সেক্টরের গুরুত্ব বুঝিয়েছেন নির্মলা। কৃষির বিকাশে একাধিক ঘোষণাও করেছেন। এগ্রিকালচারের সঙ্গে জড়িত সংস্থার স্টকে অবশ্যই নজর রাখুন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
Fisheries stocks: ফিশারিতে বিশেষ জোর দেওয়ার কথা শনিবার শোনা গিয়েছে নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতায়। কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমেও মাছ চাষে যুক্ত ব্যক্তিরা ঋণ নিতে পারবেন। এই সেক্টরের স্টকেও নজর রাখুন।
Tourism Stocks: ২০২৫ সালের বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে পর্যটন সেক্টর। এই সেক্টরের বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর জেরে হোটেল ব্যবসা, পর্যটনের সঙ্গে যুক্ত স্টকগুলি কেনার চাহিদা বাড়তে পারে।
Healthcare Stocks: পর্যটনের পাশাপাশি মেডিক্যাল ট্যুরিজ়মের বিস্তার করার লক্ষ্যমাত্রা রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর জেরে দেশের হাসপাতাল, নার্সিংহোমে বিদেশি রোগীদের আকৃষ্ট করার উদ্যোগ বাড়বে। যার জেরে ওই সব সংস্থাগুলির ব্যবসার পরিধি বাড়তে পারে। যার পজ়িটিভ প্রভাব হেলথকেয়ার স্টকের উপরও পড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটের দিন অ্যাপোলো হাসপাতাল, ম্যাক্স হেলথকেয়ার, মেডান্তা, লাল প্যাথল্যাবের মতো সংস্থার শেয়ার দর বেড়েছে।
Textile Stocks: তুলোর চাষের জন্য পাঁচ বছরের বিশেষ মিশন নেওয়া হয়েছে। টেক্সটাইল শিল্পের বিকাশের লক্ষ্যেই তুলোর উৎপাদন বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত সংস্থার শেয়ার দরও আগামী দিনে অনেকটা বেড়ে যেতে পারে। তাই টেক্সটাইল সেক্টরকে নজরের বাইরে রাখবেন না।
Water and Water Management Stocks: ওয়াটার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট স্টকগুলি নিয়ে লগ্নিকারীদের আগ্রহ বাড়তে পারে আগামী দিনে। জল জীবন মিশন নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এই মিশনের জন্য এই সেক্টরের সংস্থাগুলির হাতে আরও কাজ আসার সুযোগ তৈরি হবে। তাই এই সেক্টরের স্টককে লগ্নির জন্য বেছে নিতে পারেন।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– কী ভাবে ব্যবহার করবেন ভারতীয় রেলের ‘বুক নাউ পে লেটার’ সুবিধা? জানুন এক ক্লিকেই
আরও পড়ুন:– ‘গুলির আঘাতে ব্যান্ডেড’, কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুলের