Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুতে শোরগোল গোটা রাজ্যে। একটি নির্দিষ্ট কোম্পানির স্যালাইন নিয়ে নানা অভিযোগ উঠেছে। ওই কোম্পানির স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। এর পরেও ওই ‘নিষিদ্ধ’ স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠল নদিয়ার এক গ্রামীণ হাসপাতালে। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।
পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের রবিবার সকাল থেকেই হইচই পড়ে যায়। অভিযোগ হাসপাতালের রোগীদের দেওয়া হচ্ছে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল’ নামক ওই সংস্থার ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইন। রবিবার গোপীনাথপুর এলাকার এক বাসিন্দা হাসপাতালে ভর্তি হন। রোগীর আত্মীয়রা লক্ষ্য করেন, তাঁকে ওই ‘নিষিদ্ধ’ স্যালাইন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:– প্রয়োজন আরও ১২ কোটির, মেয়েকে সারাবে ১৬ কোটির ইঞ্জেকশন, ঘুম নেই পরিবারের
এর পরেই নার্সকে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়। অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পরেই রোগীর পরিবারের সঙ্গে চিকিৎসকদের বচসা শুরু হয়। পরবর্তীকালে সেই স্যালাইন খুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। রোগীর এক আত্মীয় বলেন, ‘নিষিদ্ধ ওই স্যালাইন দেওয়া হচ্ছিল রোগীকে। এত কিছুর পরেও এদের শিক্ষা নেই। রোগীর কিছু হলে কে দায় নেবে?’
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন, ‘প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে স্যালাইন ব্যবহার না করার জন্য। তার পরেও যদি কেউ ব্যবহার করে সেই দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের।’ তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:– পাইলটরা দাড়ি রাখতে পারেননা, কারণটা যেমন চমকপ্রদ, তেমনই যুক্তিসঙ্গত
আরও পড়ুন:– হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে