Bangla News Dunia, দীনেশ : আজ সমগ্র দেশজুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে। এই বিশেষ দিনে জাতির জনককে শ্রদ্ধা জানালেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। রাহুলের এই শ্রদ্ধাজ্ঞাপন নিয়ে দেশজুড়ে শুরু হল বিতর্ক। বৃহস্পতিবার সোনিয়া-পুত্র এস্ক হ্যান্ডেলে (X-Handle) একটি পোস্ট করেন নেতাজিকে নিয়ে। সেই পোস্টে দেখা যাচ্ছে, তিনি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে ১৮ অগাস্ট, ১৯৪৫-কে উল্লেখ করেছেন। কিসের ভিত্তিতে একজন দায়িত্বশীল মানুষ হয়ে একথা লিখলেন? তা নিয়ে শুরু হল যাবতীয় বিতর্ক।
আরও পড়ুন:– মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে প্রচুর নাভিক নিয়োগ চলছে! মাসিক বেতন ২১,৫০০ টাকা
রাহুল লেখেন, ‘মহান বিপ্লবী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা জানাই। নেতাজির নেতৃত্ব, সাহস, সামাজিক ন্যায়বিচারের জন্য তাঁর সংগ্রাম, সহনশীলতার অবদান এখনও প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। ভারত মাতার এই অমর পুত্রের প্রতি আমার বিনম্র প্রণাম।’ সঙ্গে নেতাজির যেই ছবি দিয়েছেন, তাতে জন্মদিবস-২৩ জানুয়ারি, ১৮৮৭ এবং মৃত্যুদিবস-১৮ অগাস্ট, ১৯৪৫ লেখা রয়েছে।
महान क्रांतिकारी, आज़ाद हिंद फौज के संस्थापक नेताजी सुभाष चंद्र बोस जी की जयंती पर उन्हें भावपूर्ण श्रद्धांजलि।
नेताजी का नेतृत्व, साहस, सामाजिक न्याय के लिए उनका संघर्ष, सहिष्णुता और समावेशिता के प्रति उनका योगदान आज भी हर भारतीय को प्रेरित करता है।
भारत माता के अमर सपूत को… pic.twitter.com/Fa2CTUu9BL
— Rahul Gandhi (@RahulGandhi) January 23, 2025
উল্লেখ্য, নেতাজি সুভাষ চন্দ্র বসুর তাইহোকু বিমানবন্দর থেকে উড়ানের সময় দুর্ঘটনায় মৃত্যু নিয়ে ধন্দ রয়েছে। সেই ধন্দ কাটাতে একাধিক তদন্ত কমিটি তথা কমিশন গঠিত হয়েছে। যদিও নেতাজি শেষ জীবনে কীভাবে ছিলেন? কোথায় ছিলেন তা নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি। অথচ, এই দেশপ্রেমিকের মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দিলেন রাহুল গান্ধি! সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে নেতাজির মৃত্যুরহস্যকে কার্যত অস্বীকার করেছেন রাহুল গান্ধি।
আরও পড়ুন:– প্রথম দিনেই সাবস্ক্রিপশনের ঢল, এই IPO-তে লগ্নি করলে বাম্পার লাভ হতে পারে
আরও পড়ুন:– বিপাকে দিঘার ২৪টি হোটেল, বাসি খাবার বিক্রি, ধরা পড়ল আরও অনেক কিছুই
আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই