‘নেতাজি ব্যর্থ হলেও মমতা সফল’, জানুন কোন প্রসঙ্গে এই কথা বললেন কুণাল ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Kunal-Ghosh & Mamata

 

Bangla News Dunia, দীনেশ : উত্তর কলকাতায় সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে বিস্ফোরক স্বীকারোক্তি করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, ‘মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাদের। যে দিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, সেই দিনই সোমেন মিত্রের কাছে ফোন এসেছিল সীতারাম কেশরীর। সেদিন কেশরী সোমেনকে বলেছিলেন মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে হবে।’

বর্ষীয়ান কংগ্রেস নেতা আরও বলেন, ‘আমি সোমেনকে বলেছিলাম তুমি কোরও না। কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হল, সে বাধ্য হল কংগ্রেস থেকে মমতাকে বহিষ্কার করতে। তার জন্য প্রায়শ্চিত্ত কংগ্রেসকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাদ থেকে কবে উঠে আসব।’ মমতাকে বহিষ্কার প্রসঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপের এহেন বিস্ফোরক স্বীকারোক্তি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তাহলে কি বর্ষীয়ান কংগ্রেস নেতার তৃণমূলে নাম লেখানো শুধুমাত্র সময়ের অপেক্ষা? উঠেছে প্রশ্ন। আর এরপরই প্রদীপের মন্তব্য নিয়ে মুখ খোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

কুণাল ঘোষ বললেন, ‘প্রদীপদা একটি দলে আছেন। তিনি হয়তো তাঁর কম্পালশন থেকে বলেছেন। কিন্তু তাঁর মনের মধ্যে যেটা আছে তা তো বাস্তব। কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের স্পিরিটকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। আজও মানুষ কংগ্রেস থেকে মমতাকে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেননি।’

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

কুণাল আরও বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দিয়েছেন। তিনি নতুন দল প্রতিষ্ঠা করে লড়াই করেছেন। মানুষ স্বীকৃতি দিয়েছে। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, অপ্রিয় সত্যি এই যে নেতাজি সুভাষ চন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হয়তে পারেননি। তিনি একজন ঐতিহাসিক বিপ্লবী। স্বাধীনতা সংগ্রামী। কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সফল। যিনি দল প্রতিষ্ঠা করে বাম জমানার পতন ঘটিয়েছেন।’

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন