Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশপথে শিরোমণি অকালি দলের নেতা এবং পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর প্রাণঘাতী হামলা। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক ব্যক্তি। কিন্তু এই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান সুখবীর। বলা হচ্ছে, স্বর্ণমন্দিরের গেটে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারী গুলি চালালে ঘটনাস্থলে উপস্থিত লোকজন অভিযুক্তকে ধরে ফেলে। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে।
তার কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের নাম নারায়ণ সিং চৌরা বলে জানা গিয়েছে। সে খালসার সঙ্গে যুক্ত। সূত্রের খবর, চৌরা ১৯৮৪ সালে পাকিস্তানে পাড়ি দিয়েছিল এবং পঞ্জাবে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানে যুক্ত ছিল। গেরিলা যুদ্ধ এবং রাষ্ট্রদ্রোহী সাহিত্যের ওপর একটি বই লিখেছে বলে জানা গেছে। সে বুড়াইল জেল ভাঙার মামলারও আসামি ছিল। একবার জেলও খেটেছে।
পঞ্জাবের প্রাক্তন ডেপুটি সিএম সুখবীর বাদল মঙ্গলবার থেকে অমৃতসরের স্বর্ণমন্দির অর্থাৎ শ্রী হরমন্দির সাহিব গুরুদ্বারের বাইরে পাহারা দিয়ে সাজা ভোগ করছেন। মঙ্গলবার বিকেলে তিনি হুইলচেয়ারে গুরুদ্বারে পৌঁছন।
সাজার প্রথম দিনে তিনি স্বর্ণমন্দিরের কমিউনিটি কিচেনের বাসন-কোসনও পরিষ্কার করেন। তিনি কর্মীদের পোশাক পরেছিলেন। পাহারার জন্য হাতে বর্শা রাখছেন তিনি। সুখবীর সিং বাদলের পায়ে একটি ফ্র্যাকচার রয়েছে, তাই প্লাস্টার লাগানো হয়েছে এবং তিনি হুইলচেয়ারে যাতায়াত করছেন।
কী শাস্তি পেলেন সুখবীর বাদল?
শিখ সম্প্রদায়ের ‘সুপ্রিম কোর্ট’ অর্থাৎ শ্রী অকাল তখত সাহেব সুখবীর বাদলকে ধর্মীয় শাস্তি দিয়েছে। তিনি গুরুদ্বারে সেবা করবেন। বাসন ধোবেন এবং পাহারা দেবেন। শ্রী দরবার সাহেবে নির্মিত পাবলিক টয়লেটও পরিষ্কার করবেন। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত অকালি দল সরকারের সময় ধর্মীয় ভুলের জন্য জাঠেদার শ্রী অকাল তখত সুখবীর সিং বাদল এবং তাঁর দলের নেতাদের সাজা দিয়েছে। অকালি নেতারা কাজ করে একই শাস্তি ভোগ করছেন।
আরো পড়ুন:– কবে আসবে আপনার মৃত্যু? বলে দিচ্ছে এআই-চালিত ‘ডেথ ক্লক’। কিভাবে? জানলে অবাক হবেন
আরো পড়ুন:– সস্তা স্যামসাঙ স্মার্টফোন পাওয়া যাচ্ছে মাত্র 6499 টাকার বিনিময়ে, পাওয়া যাবে 50MP Camera এবং 5000mAh Battery