পদপিষ্ট নয়, মহাকুম্ভে মালদার শিক্ষক মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহাকুম্ভে স্নান করতে গিয়ে মৃত্যু হয় মালদার স্কুল শিক্ষকের। বুধবার ভোরে পুণ্যস্নান করতে যান মালদার কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয় সাহা (৩৩)। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু এ বার তাঁর মৃত্যুর কারণ নিয়ে মুখ খুলল পরিবার। তাঁর পরিবারের দাবি, ভিড়ের মধ্যে ওই শিক্ষকের শ্বাসকষ্ট শুরু হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শ্বাসকষ্টে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার তাঁর দেহ ফিরেছে মালদার গ্রামে। গোটা গ্রামে শোকের ছায়া।

শিক্ষকের বাড়ি মালদার বৈষ্ণবনগরের চড়বাবুপুর এলাকায়। কিনি কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবার-আত্মীয়দের সঙ্গে মহাকুম্ভে গিয়েছিলেন তিনি। গত বুধবার তিনি পুণ্যস্নান করতে যান। স্নানের সময়ে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যান। পরে পরিবারের সদস্যদের খুঁজে পান তিনি। কিন্তু ভিড়ের মধ্যে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়।

পরিবারের সদস্যরাই ওই শিক্ষকের জন্য গাড়ির ব্যবস্থা করেন। বহু চেষ্টার পর মিলেছিল সেই গাড়ি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই শিক্ষককে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার অমিয়র পরিবারের সঙ্গে দেখা করেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার। পরিবারকে সমবেদনা জানান তিনি। পাশাপাশি উত্তরপ্রদেশে যোগী সরকারকে নিশানা করেন তিনি। কুম্ভের প্রচারে ষোলআনা আগ্রহ দেখালেও ব্যবস্থাপনা নিয়ে যোগী আদিত্যনাথের প্রশাসন উদাসীন বলে দাবি করেছেন তিনি। শোকের ছায়া অমিয়র গ্রামে।

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন