Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিরাট স্বস্তি পুষ্পার। সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট মামলায় স্থায়ী জামিন পেলেন আল্লু অর্জুন।
হায়দরাবাদের আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পা ২-এর স্ক্রিনিং চলার সময় সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনা মারা যান বছর পয়ত্রিশের এক মহিলা। তাঁর ছেলে গুরুতর ভাবে জখম হয়। এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তারও করা হয়েছিল। যদি রাতে হাজতবাস করতে হয়নি তাঁকে।
পদপিষ্ট হওয়ার ঘটনায় জখম শিশু এখনও চিকিৎসাধীন রয়েছে। সম্প্রতি আল্লু অর্জুন এবং পুষ্পা ২-এর নির্মাতারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছিলেন। এর মধ্যে আল্লু অর্জুন দিয়েছেন ১ কোটি টাকা এবং প্রযোজনা সংস্থা ও চিত্র পরিচালক সুকুমার দিয়েছেন ৫০ লক্ষ টাকা করে।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025