Bangla News Dunia, দীনেশ : সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শংকর, ২০২৫-এর ‘পদ্মশ্রী’ প্রাপকদের তালিকায় নাম রয়েছে একাধিক বাঙালির। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘোষণা করেন পদ্ম প্রাপকদের নামের তালিকা, যে তালিকাতে রয়েছে বাংলার মোট ৯ জনের নাম।
আরো পড়ুন :- নকল সূর্য বানিয়ে চমকাল চিন
শনিবার স্বরাস্ট্রমন্ত্রকের তরফে জানান হয়, এবছর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে মোট ৭ জনকে। পদ্মভূষণ সম্মান দেওয়া হচ্ছে ১৯ জনকে এবং পদ্মশ্রী পাচ্ছেন ১৩১ জন। আর এই পদ্ম প্রাপকদের তালিকাতেই জায়গা করে নিয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শংকর এবং বাংলার কিংবদন্তী ঢাক শিল্পী গোকুলচন্দ্র দাস। এছাড়াও সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়। এর পাশাপাশি পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
আরো পড়ুন :- ৫,০০০ টাকায় ব্যবসা শুরু করুন, মাসে আয় ৫০,০০০ টাকা ! দেখুন স্বল্প বিনিয়োগের ৫টি ব্যবসা
শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক-এর নাম রয়েছে এই তালিকায়। বিনায়ক লোহানি পদ্মশ্রী পাচ্ছেন সমাজকল্যানমূলক কাজের জন্য। এছাড়াও পদ্ম প্রাপকদের দলে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ।
আরো পড়ুন :- স্টেট ব্যাঙ্ক সবার অ্যাকাউন্ট থেকে ২৩৬ টাকা কেটে নিচ্ছে, জানুন কেন কাটা হচ্ছে এই টাকা ?
আরো পড়ুন :- ঝাঁ চকচকে সেলুনে ঢুকে পড়লো একটা গরু, তারপর যা ঘটলো জানলে মজা পাবেন আপনি