Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একটা বয়সের পর মহিলারা সবথেকে বেশি দুঃখ কীসে পান জানেন? প্রেম ভাঙা নাকি পার্টনারের প্রতারণা? উত্তর হলো- এর কোনওটিই না। বাড়ির হেল্পিং হ্যান্ড অর্থাৎ পরিচারক বা পরিচারিকা না জানিয়ে কামাই করলে সবথেকে বেশি দুঃখ পান মহিলারা। এমনটাই দাবি নেটপাড়ার।
না জানিয়ে বাড়ির পরিচারিকা যদি ছুটি নিয়ে নেন, তাহলে মোটামুটি মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয় গৃহকর্ত্রীর। এমন তথৈবচ পরিস্থিতিতে রেগে আগুন, তেলে বেগুন গৃহকর্ত্রীর কি উচিত পরিচারিকার বেতন কেটে নেওয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হন বেঙ্গালুরুর এক বাসিন্দা। তাঁর পরিচারিকা তাঁকে না জানিয়ে একেবারে টানা ১০ দিনের ছুটিতে চলে যায়। এ বার এই কাজের জন্য পরিচারিকার মাইনে কাটা নিয়ে তিনি পড়েছেন দোটানায়।
একদিকে তাঁর মনে হচ্ছে বেতন কাটাই উচিত। অন্যদিকে, এই নিয়ে অপরাধ বোধেও ভুগছেন ওই মহিলা।
রেডইট-এর পোস্টে বেঙ্গালুরুর বাসিন্দা ওই মহিলা লিখেছেন, ‘আমি সবসময়ে নিজের কাছে সৎ থাকি। আমি আমার পরিচারিকাকে যথেষ্ট সাহায্য করি। সে বোনাস টাকা চাইলেও সঙ্গে সঙ্গে তা দিয়ে দিই। দু-একদিন ছুটি চাইলেও আপত্তি করি না। সবারই তো ব্রেকের দরকার আছে। সেটা স্বাভাবিক। কিন্তু, না জানিয়ে মাসের ৩০ দিনের মধ্যে ১০ দিন কাজে না এলে মাইনে কাটা কি যুক্তিযুক্ত নয়?’
মহিলার কথায়, সিদ্ধান্ত নিয়ে তিনি দোটানায় ভুগছেন। তাঁর মনে হচ্ছে, বেতন কেটে নিয়ে তিনি যদি পরিচারিকাকে সাবধান না করেন, তাহলে এমন ছুটির বহর আরও বাড়তেই থাকবে। কিন্তু, অন্যদিকে, তিনি ভাবছেন সিদ্ধান্তটা খুব কড়া হয়ে যাবে না তো?
পরিচারিকাকে তিনি কতটা গুরুত্ব দেন তাও ওই পোস্টে লিখেছেন। ‘আমি নিজে ওকে স্বাস্থ্য বিমা করিয়ে দিয়েছি।ওঁর বাড়ির কেউ অসুস্থ হলে ওষুধও কিনে দিই। এমনকী গাড়িতে করে বাড়িও ছেড়ে আসি।’
বেঙ্গালুরুর ওই মহিলার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁকে পরামর্শও দেন নেটিজেনরা। কেউ বলেন, ‘অবশ্যই স্যালারি কাটা উচিত।’ কারও পরামর্শ, ‘এতটা রূঢ় হবেন না।’ একজন ইউজার লিখেছেন, ‘ঘরের কাজ করাও একটা জব। তাতে ছুটি পাওয়ার সঙ্গে আরও কিছু রুলও থাকে। তাই না বলে ছুটি নেওয়ার জন্য মাইনে কেটে উদাহরণ—সেট করতেই পারেন। তবে তা নিয়ে অপরাধবোধে ভুগবেন না।’ কেউ আবার লিখেছেন, ‘কাজে নিয়োগ করার আগে পরিচারিকাকে ছুটির ব্যাপারে স্পষ্টভাবে বলে নিয়েছিলেন? যদি তা বলে থাকেন, তাহলে বিনা নোটিসে এতদিনের ছুটিতে বেতন কাটায় ভুল নেই।’
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে