পরীক্ষায় অনীহা, বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ! দিল্লিতে ধৃত দ্বাদশ শ্রেণির ছাত্র

By Bangla News Dunia Dinesh

Published on:

schools

 

Bangla News Dunia, দীনেশ : পরীক্ষা দিতে অনীহা রয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। কিন্তু স্কুল থেকে পরীক্ষা বাতিল না করা হলে তো তা এড়ানোর কোনও উপায় নেই। তাই পরীক্ষা বাতিল করানোর জন্য সেই ছাত্র স্কুলে পাঠাল একটি ইমেল, যেই ইমেলে ছিল বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা (Bomb Threat)। হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে দিল্লিতে।

আরো পড়ুন :- ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই দিল্লির বিভিন্ন স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা পাঠানো হচ্ছিল। মোট ২৩ টি স্কুলে ইমেলের মাধ্যমে পাঠানো হয় এই হুমকিবার্তা। স্বাভাবিকভাবেই বিষয়টি চিন্তায় রেখেছিল পুলিশ প্রশাসনকে। আর সেই ঘটনার তদন্তে নেমেই এই দ্বাদশ শ্রেণির ছাত্রটির খোঁজ পায় তাঁরা। জিজ্ঞাসাবাদের দরুন ছাত্রটি জানায়, পরীক্ষা বাতিল করানোর জন্যই সে এই কাজ করেছে। মোট ৬ বার হুমকি বার্তা পাঠিয়েছিল সে। যাতে তাঁকে কেউ সন্দেহ না করে তাই নিজের স্কুলে শেষের দিকে এই হুমকিবার্তা পাঠায়।

আরো পড়ুন :- ট্রুডোর জায়গায় কে? কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা

প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরেই দিল্লি সহ দেশের বিভিন্ন জায়গার স্কুল, হোটেল এবং বিমানে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিবার্তা পাঠানোর ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। সেই আবহ কাটতে না কাটতেই রাজধানীর স্কুলগুলিতে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনা নাড়িয়ে দেয় পুলিশ প্রশাসনকে। অভিযুক্তের খোঁজে হন্যে হয়ে নেমে পড়ে পুলিশের বেশ কয়েকটি দল। বোম্ব স্কোয়াডকে(bomb squad) সঙ্গে নিয়ে কার্যত চিরুনী তল্লাশি চালানো হয় বিভিন্ন স্কুলে। অবশেষে অভিযুক্ত ওই ছাত্র ধরা পড়ায় পুলিশ প্রশাসন সহ রাজধানীর মানুষেরাও যে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তা বলাই বাহুল্য।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

 

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন