পরের সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! হলিডে লিস্ট জারি করল RBI

By Bangla News Dunia Rajib

Published on:

Bank-Holidays

Bangla News Dunia , Rajib : একের পর এক উৎসব গা ভাসাচ্ছে বঙ্গবাসী। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালীপুজো, ভাইফোঁটা একের পর এক উৎসবের পার্বণ যেন লেগেই রয়েছে। আর এই উৎসবের মরশুমে তাই ব্যাঙ্ক এবং সরকারী সংস্থাও ছুটিতে মেতেছে। এবার সেই উৎসবের ভাগীদার হতে হাজির হচ্ছে ছট পুজো। দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আড়ম্বরে ছট উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। আর সেই উপলক্ষে এবার ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশিত হল। তাই ব্যাঙ্ক ছুটির আগে শীঘ্রই গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন।

পর পর ৪ দিন বন্ধ ব্যাঙ্ক!

দীপাবলি ভাইফোঁটার পর এবার আসতে চলেছে ছট উৎসব। তাই আগামী সপ্তাহে অনেক রাজ্যে ছট উপলক্ষে ৪ দিনের জন্য ব্যাঙ্কগুলিতে ছুটি মঞ্জুর করা হয়েছে। জানা গিয়েছে ছট পূজা উপলক্ষে নভেম্বর মাসের ৭ ও ৮ তারিখ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই দুদিন নয় ছুটির তালিকায় জুড়তে চলেছে আরও ২ টো দিন। ৯ নভেম্বর অর্থাৎ দ্বিতীয় শনিবার এবং ১০ নভেম্বর রবিবার থাকার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি শুধুমাত্র আজ, আগামীকাল এবং পরশু করার সুযোগ পাবেন। এক নজরে দেখে নেওয়া যাক নভেম্বর মাসের ছুটির তালিকাটি।

আরো পড়ুন:- ১ নভেম্বর থেকে ট্রেনের টিকিট বুকিংয়ে বড় বদল, জানুন রিজার্ভেশনের নয়া নিয়ম

নভেম্বরে ব্যাঙ্ক ছুটির তালিকা

  1. ৩ নভেম্বর (রবিবার): সমস্ত ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রবিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  2. ৭ নভেম্বর (বৃহস্পতিবার): ছট উপলক্ষে বাংলা, বিহার এবং ঝাড়খণ্ড সহ কয়েকটি রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  3. ৮ নভেম্বর (শুক্রবার): ছট পুজোর ভাঙ্গালা উৎসব উপলক্ষে বিহার, ঝাড়খণ্ড এবং মেঘালয়ের মতো কিছু রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  4. ৯ নভেম্বর (শনিবার): দ্বিতীয় শনিবার।
  5. ১০ নভেম্বর (রবিবার): রবিবার।
  6. ১৫ নভেম্বর (শুক্রবার): গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহস পূর্ণিমা উপলক্ষে, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ-তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ, রাজস্থানের মতো কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। জম্মু, উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, বঙ্গ, নয়াদিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং শ্রীনগর।
  7. ১৭ নভেম্বর (রবিবার): রবিবার।
  8. ১৮ নভেম্বর (সোমবার): কর্ণাটকে কনকদাস জয়ন্তীতে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে
  9. ২৩ নভেম্বর (শনিবার): মেঘালয়ে সেং কুটস্নেম উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও, 23 নভেম্বর চতুর্থ শনিবার।
  10. ২৪ নভেম্বর (রবিবার): রবিবার

তবে ব্যাঙ্কিং সংস্থা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা সচল থাকবে। মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা অ্যাপগুলি থেকে সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, নগদ তোলা এবং নগদ তোলার জন্য ATM ও চালু থাকবে।

#End

আরো পড়ুন:- পৃথিবীর চেয়ে ৫ গুণ বেশি বড়, থাকতে পারবে মানুষও! ভারতীয় বিজ্ঞানীদের আবিষ্কার

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Rajib

মন্তব্য করুন