পরের সপ্তাহ টাই বেশি ভাইটাল তাই সাবধান থাকুন বলছেন ডাঃ পল্লব বসুমল্লিক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – খুব এক্সপার্ট ট্রাপিজ এ যারা খেলা দেখান কোনো শব্দ না করে পুরু শরীর কে শুন্যে রেখে, করোনা ভাইরাস ও ঠিক তাই করছে সারা বিশ্বে । একটু এপাশ কি ওপাশ হয়েছো কি ……….। আগামী ২৩ মার্চ সোমবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে তা খুব ভাইটাল । কেন ? চরম বিপদের মুখে দাঁড়িয়ে  আছি আমরা । শুধু কলকাতা, বাংলার কথা বলা হচ্ছে না ।কোভিড -১৯ সংক্রমণ এদেশে ৫ সপ্তাহে পরবে । তখনই প্রমান করা সম্ভব হবে যে আমরা পেনড্রমিক কে স্টেট ২ তে বেঁধে রাখতে পেরেছি কিনা । পেনড্রমিকের বিভিন্ন পর্যায় । স্টেজ থ্রী ভয়াবহ । সংজ্ঞা অনুযায়ী স্টেজ থ্রী হলো ‘আউট ব্র্যাক অফ ইনফেক্শয়ন ইন কমিউনিটি ‘ যার মানে করলে দাঁড়ায় আক্রান্ত একই সঙ্গে সমাজের একটা বড় অংশ কে সংক্রামিত করতে শুরু করে ।

[আরো পড়ুন : করোনা আতঙ্কে রাজধানী এক্সপ্রেস থেকে নামানো হলো যাত্রীকে ]

corona virus, করোনা ভাইরাস

এখন রোগের  কেন্দ্র সরেছে কিন্তু সরেছে ইউরোপে । ইরানে প্রায় ১ হাজার রোগী মারা গেছেন গত ২৪ ঘন্টায় । জন ঘনত্ব এবং নিয়ম কে তোয়াক্কা না করার বেপরোয়া মনোভাবই ভারত আগ্নেয়গিরির মুখে । ‘বয়ে গেলো’ ও ‘চলনে দো’ – র মতো মনোভাব প্রাপ্তবয়স্ক এর মধ্যে ৬৩% । নাহলে কেও কোওয়ারেন্টিনে থেকেও পালায় । এখন কোনো ঝুঁকি নেওয়া একদমই শিক্ষিত লোকের পরিচয় নয় , আমাদের সরকার থেকে যা যা বলা হচ্ছে প্রত্যেকটাই আমাদের ঠিক ঠিক করে পালন করা  উচিত । কোনো রকম কোনো অসুবিধা মনে হলেই পরীক্ষা করান । বাংলা আপাতত করোনা যুদ্ধে প্রস্তুত, কিন্তু ভারত জিতলে তবেই পীঠ চাপড়ানো যাবে ।

[আরো পড়ুন : বিখ্যাত বলি গায়িকার ধরা পড়লো করোনা ]

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন