Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জেলে থাকতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে। দিতে হবে না জরিমানাও। আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার মাত্র 10 দিন আগে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলা থেকে কোনও শর্ত ছাড়াই মুক্ত হলেন ট্রাম্প।
নিউইর্য়কের আদালতের বিচারক হুয়ান মার্চেন এই রায় দেন। এর ফলে ঘুষ মামলায় দোষী সাব্যস্ত হলেও কোনও সাজার মুখেই পড়তে হচ্ছে না কয়েকমাস আগে ইতিহাস সৃষ্টি করে প্রেসিডেন্ট নির্বাচনে জিতে আসা ট্রাম্পকে ।
আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ট্রাম্প ৷ তার আগেই আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের সমস্যা বাড়ে সুপ্রিম কোর্টের রায়ে। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলা স্থগিত করার আবেদন জানিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ কিন্তু সাজা ঘোষণার উপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে আদালতের রায়ে তাঁকে যে স্বস্তি দেবে তা বলাই যায়।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল অভিযোগ করেন 2006 সালে তিনি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন ৷ 2016 সালে নির্বাচনী প্রচারের আগে ঘটনাটি ধামাচাপা দিতে ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দেন ট্রাম্প ৷ আইনজীবীর মাধ্যমে টাকা দেওয়া হয়। শুধু তাই নয়, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য নাকি হিসেবেও গড়মিল করেছিলেন ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি ৷ তবে গত বছর মে মাসে তাঁর বিরুদ্ধে থাকা 34টি অভিযোগের প্রতিটিতেই দোষী সাব্যস্ত করা হয় তাঁকে ৷ তাঁর আগে অন্য কোনও মার্কিন রাষ্ট্রপতি এভাবে কোনও মামলায় দোষী সাব্যস্ত হননি।
ট্রাম্পের আইনজীবী ডি. জন সাউয়ার আগেই জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অভিযোগ তোলা হচ্ছে ৷ এর আগে এই মামলায় নিউইয়র্কের আদালত ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে ৷ তবে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখা হয়েছিল ৷ এরই মধ্যে, মামলা প্রত্যাহারের জন্য আর্জি জানান ট্রাম্প ৷
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025