পর্নোগ্রাফি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টির স্বামী রাজ, কি বললেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২১ সালে জুন মাসে পর্নোগ্রাফি কাণ্ডে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ব্যবসায়ী ও অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। পরে অবশ্য তিনি জামিনও পেয়েছিলেন। এ বার এই মামলার প্রেক্ষিতে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন রাজ।

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেপ্তার, বিতর্ক নিয়ে কী বলেছেন রাজ কুন্দ্রা?

তিনি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘গত ৩ বছর ধরে মিডিয়া বিভিন্ন ধরনের জল্পনা ছড়াচ্ছে। আমার মনে হচ্ছিল হয়তো আমার কোনও মন্তব্যের প্রয়োজনই নেই। আমার মনে হয় কিছু সময় চুপ করে থাকাটা মঙ্গল। কিন্তু যখন গোটা বিষয়টা পরিবারের উপর আসে তখন মনে হয় সামনে এসে কথা বলা উচিত।’

আরো পড়ুন:- সুখবর! ১৯,৯০০ টাকা বেতন, মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ! শীঘ্রই এভাবে আবেদন করুন

২০২১ সালে ১৯ জুলাই পর্নোগ্রাফি কাণ্ডে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ কুন্দ্রা। পর্ন ভিডিয়ো তৈরি এবং তা অ্যাপের মাধ্যমে বাজারজাত করার অভিযোগ ছিল রাজ কুন্দ্রার বিরুদ্ধে। সেই সময় ৬৩ দিন আর্থার রোড জেলে রাখা হয়েছিল এই শিল্পপতিকে। সেই স্মৃতি হাতড়ে রাজ বলেন, ‘আমাকে ৬৩ দিন আর্থার রোড জেলে রাখা হয়েছিল। পরিবারকে ছাড়া সেই সময় অত্যন্ত কঠিন ছিল আমার জন্য। আমি আদালতে লড়ছি। অবশ্যই মামলাটি জিতে যাব।’

রাজ দাবি করেছেন, তিনি পর্নোগ্রাফির সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না। এই ধরনের অভিযোগ সামনে আসায় তিনি কষ্ট পেয়েছিলেন। রাজ বলেন, ‘আমি দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছি। যদি আমি দোষী হই তাহলে শাস্তি দিন, না হলে অব্যাহতি দিন।’

আরো পড়ুন:- দেশি’ এবং ‘বিদেশি’ মুসলমানদের লড়াই, বিস্ফোরক দাবি যোগীর 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন