পর্যটন মানচিত্রে যুক্ত হচ্ছে গালওয়ান-কারগিল ! যুদ্ধ পর্যটনে উৎসাহ দিতে বড় সিদ্ধান্ত সরকারের

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : লঙ্গেয়ালের পরিচিতি ১৯৭১ সাল থেকেই। রাজস্থানের মরুভূমিতে অবস্থিত ভারত-পাক যুদ্ধের স্মৃতিবিজড়িত এই এলাকা জেপি দত্তের বর্ডার ছবির হাত ধরে পর্যটকদের অবশ্য গন্তব্যের তালিকায় ঠাঁই পায়। আর এবার আনুষ্ঠানিক ভাবেই ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের স্মৃতিধ‌ন্য এলাকাগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নিতে চলেছে ভারতীয় সেনা ও পর্যটন মন্ত্রক। ফলে পূর্ব লাদাখের গালওয়ান বা কাশ্মীরের কারগিল বা চিন সীমান্তে সিয়াচেন, সবই ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। ১৫ জানুয়ারি সেনা দিবসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ‘ভারত রণভূমি দর্শন’ নামে একটি ওয়েব সাইটের উদ্বোধন করেছেন। ভারতীয় সেনা ও পর্যটন মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে। এতে যেমন সীমান্তের যুদ্ধক্ষেত্রগুলি পর্যটন স্থলের পরিচিতি পাবে, পাশাপাশি দেশের মানুষ তাঁদের সামরিক ইতিহাস সম্পর্কেও আরও ভালভাবে জানতে পারবেন। পাশাপাশি স্থানীয় অর্থনীতিও যেমন উন্নত হবে তেমনি সীমান্ত এলাকাগুলো থেকে বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতাতেও রাশ টানা যাবে বলে মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

এক সাংবাদিক সম্মেলনে দেশের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদি জানান, ‘সীমান্ত এলাকার উন্নয়নের কথা ভেবে এমন উদ্যোগ, ওয়েবসাইট থেকে যারা ওই এলাকায় যেতে ইচ্ছুক তাঁরা সবরকম তথ্য পাবেন।’ ভারতীয় সেনার জনসংযোগ বিভাগের অতিরিক্ত মহা নির্দেশক এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, ‘ভারতীয় সেনা সীমান্ত এলাকায় পর্যটনের দ্বার উন্মুক্ত করছে করছে যাতে যে বীর সৈনিকরা কোথায় কোন অবস্থায় তাদের জীবন দিয়ে দেশকে রক্ষা করছে তা যাতে মানুষ জানতে পারে।’ আপাতত ৭৭৮টি যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানকে উন্মুক্ত করা হয়েছে। এই এলাকাগুলি এতদন সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন