পশ্চিমবঙ্গের ডিএ মামলায় ঘুরে গেল মোড়। সরকারি কর্মীদের দাবি মেনে নিল আদালত। চাপে নবান্ন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা (DA Case In Bengal) নিয়ে বহুবার জলঘোলা হয়েছে। আর এই ডিএ মামলায় অপেক্ষা করতে হয়েছে সরকারি কর্মীদের। আর এবার এই ডিএ মামলা নিয়ে নতুন খবর সামনে এল (DA Update). তবে কি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের অপেক্ষা এবার পূরণ হতে চলেছে? জেনে নিন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে।

DA Case In West Bengal

সাধারণত,লোকসভা নির্বাচনের অনেক আগেই নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকার বছরের শুরুর দিকে বৃদ্ধি করেছিল কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) এবং ডিআর। একধাক্কায় ডিএ-এর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল ৪ শতাংশ। তখন কেন্দ্রীয় কর্মীদের ডিএ-এর পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৫০ শতাংশ। এদিকে পশ্চিমবঙ্গ সরকারও চলতি বছরের লোকসভা নির্বাচন মেটার পরেই সরকারী কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করে। তাতে মোট ডিএ-র পরিমাণ দাঁড়ায় ১৪ শতাংশ। কিন্তু তাতেও কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রয়েই যায় DA এর ফারাক। এরই মাঝে চলতি বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ফের ৩ শতাংশ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার।

আরো পড়ুন:– গরমের দেশ ভারত, সূর্যের আলো প্রচুর, তাও দেহে ভিটামিন ডি কম, এর সমাধান বললেন ডাক্তারবাবু, জেনে নিন

 

সরকারি কর্মীদের ডিএ মামলায় নতুন মোড়!

তিন শতাংশ ডিএ বৃদ্ধির পর বর্তমানে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএ-র পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৩ শতাংশে। কিন্তু রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা পরিমাণ রয়েছে সেই ১৪ শতাংশতেই। তাই দীর্ঘ সময় ধরে প্রথম থেকেই সরকারি কর্মী দের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে ক্রমাগত ডিএ বৃদ্ধির দাবিতে। অবিলম্বে ৩৯ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার দাবিতে ও সরকারি বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ পূরণের দাবির লড়াইতে পথে নেমেছে রাজ্য সরকারের কর্মীরা। সূত্রের খবর, সম্প্রতি নবান্নের বিরুদ্ধে এবার লড়াইয়ে ফের দুয়ারে অবস্থান কর্মসূচি গ্রহণ করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ।

ইতিমধ্যে খবর, প্রাপ্য দাবি আদায়ের জন্য আগামী রবিবার থেকে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু যৌথ মঞ্চের ধর্না মিছিলে এবার সরাসরি পুলিশ অনুমতি মেলেনি। আর পুলিশের সিদ্ধান্তে কার্যত ক্ষুব্ধ সংগ্রামী যৌথ মঞ্চ। এই অভিযোগ নিয়ে হাইকোর্টে রীতিমত মামলা দায়ের করতে চেয়ে আবেদন জানাল সংগঠন। আর সেই মামলা করার অনুমতি দিয়েছেন স্বয়ং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যা জানা যাচ্ছে, আগামী বুধবার মামলার শুনানি হবে।

আরো পড়ুন:– বাংলার শিল্পায়নে সাফল্যের মূলমন্ত্র কি ? ব্যাখ্যা করলেন অমিত মিত্র।

এদিকে, সংগ্রামী মঞ্চের তরফে জানানো হয়েছে, চলতি মাসের অর্থাৎ ডিসেম্বরের ২২ থেকে ২৪ তারিখ এই তিনদিনব্যাপী অবস্থান বিক্ষোভ করার জন্য পরিকল্পনা করেছেন তারা। এদিকে আগামী ২৭ ডিসেম্বর মহামিছিল করার পরিকল্পনা করেছে সংগ্রামী মঞ্চ। মিছিল যাবে সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে শহিদ মিনার পর্যন্ত। তারপরই সেখানে হবে অবস্থান বিক্ষোভ। আর এবার দেখার পালা পরিকল্পনা কতটা সার্থক হবে। আগামী বুধ বার মামলার রায়ের দিকে তাকিয়ে গোটা বাংলা।

আরো পড়ুন: বিনামূল্যে রেশন সামগ্রীর সঙ্গে 1000 টাকা পাবেন? বিস্তারিত জানতে পড়ুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন