Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরী প্রার্থীদের স্বপ্ন ছিল টিচার হবার, তাদের জন্য রইল একটি বিশাল সুযোগ। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে প্রার্থীদের মোট ১৫০০ টি শূন্যপদে বিভিন্ন বিষয় জুড়ে কর্মী নিয়োগ করতে চলেছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে সব কিছু বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
WBPSC Recruitment 2025: বিবরণ
পদের নাম: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে প্রার্থীদের বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা: এখানে মোট ১৫০০ টি শূন্যপদ রয়েছে।
মাসিক বেতন:
- স্নাতক শিক্ষক – ৫০,৭৭৪ /- টাকা।
- স্নাতকোত্তর – ৫৪,১৭৬/- টাকা।
কী কী যোগ্যতা প্রয়োজন (WBPSC Recruitment 2025 Eligibility Criteria)
আরও পড়ুন:– তৃণমূল কাউন্সিলার খুনে দুই চক্রীর নাম-ছবি প্রকাশ পুলিশের, সন্ধান দিলেই ২ লক্ষ পুরস্কার
শিক্ষাগত যোগ্যতা: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) নিয়োগ এর সহকারী শিক্ষক পদে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা অর্জন করা আবশ্যক।
যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা অনমোদিত প্রতিষ্ঠান থেকে B.Ed ডিগ্রি।
বয়স সীমা: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট বয়স সীমার কথা উল্লেখ করা নেই।
কিভাবে আবেদন করবেন (WBPSC Recruitment 2025 Online Apply Process)
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) নিয়োগ ২০২৫ – এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ন অনলাইন। তাই সেই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিচে দেওয়া ধাপ গুলি ফলো করুন।
- WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা দিন।
- এরপর একবার সবকিছু ভালো ভাবে যাচাই করে জমা করুন।
আবেদন ফি:
- Genaral/OBC/EWS – প্রার্থীদের জন্য – ১৬০/- টাকা।
- SC/ST- প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না।
আবেদনের তারিখ: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই সেখানে কোনো নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ নেই। তবে আশা করা হচ্ছে এই জানুয়ারি মাসের মধ্যেই শুরু হতে পারে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
কিভাবে নির্বাচন করা হবে (WBPSC Recruitment 2025 Selection Process)
আবেদনকারী সকল প্রার্থীদের উল্লেখিত পদে চাকরি পাবার জন্য নিম্নলিখিত ধাপগুলি অতিক্রম করতে হবে।
- লিখিত পরীক্ষা।
- ব্যক্তিগত সাক্ষাৎকার।
- নথি যাচাই।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | www.calcuttahighcourt.gov.in |
আরও পড়ুন:– গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার নেমেছে ৫ শতাংশের নীচে, এসবিআই-এর রিপোর্ট আর কি কি জানাচ্ছে ?
আরও পড়ুন:– রেজিস্ট্রি করে বিক্রি হয়ে গেল খোদ সরকারি জমি ! মালদার ঘটনায় তোলপাড়
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025