Bangla News Dunia , দীনেশ : আজ ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। বাংলার অনেকেই আজকের এই দিনটি সম্পর্কে অবগত নন, কারণ বাংলার ইতিহাসে সেই ভাবে আজকের দিনটির গুরুত্ব দিয়ে শিক্ষাথীদের পড়ানো হয়নি। সম্প্রতি সোশাল মিডিয়ায় ট্রেন্ডিংও হয় পশ্চিমবঙ্গ দিবস। এই দিনটির তাৎপর্য হল, স্বাধীনতার আগে বিভাজনের প্রস্তাব দেওয়া হলে, ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় আইন পরিষদ একটি বৈঠকের আয়োজন করে। যেখানে বাংলা পাকিস্তানের সঙ্গে একত্রীভূত হবে, নাকি ভারতের সঙ্গে একত্রীভূত থাকবে, না বিভক্ত হবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা হবে পশ্চিমবঙ্গ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে বাংলাদেশ ? তা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সভা অনুষ্ঠিত হয়।
দীর্ঘ তর্ক-বিতর্ক এবং আলোচনার পর বাংলাকে দ্বিখণ্ডিত করার এবং পশ্চিমবঙ্গের ভিত্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকেই এই দিনটিকে “পশ্চিমবঙ্গ দিবস” হিসেবে মান্যতা দেওয়া হয়।
আর এই পশ্চিমবঙ্গ ভারতের সাথে যুক্ত হওয়ার নেপথ্যে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্বে কয়েক মাসের নিরলস প্রচেষ্টা এবং উদ্যোগের পর পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে থাকবে বলে এই সিদ্ধান্তে এসে পৌঁছয়। তাঁর সঙ্গে ছিলেন ডঃ মেঘনাদ সাহা, ডঃ রমেশ চন্দ্র মজুমদার, ডঃ সুনীতি কুমার চ্যাটার্জি এবং ডঃ যদুনাথ সরকারের মতো বিশিষ্টরা। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বদা ভারতের অখণ্ডতার পক্ষে ছিলেন, তিনি কখনও ভারতের বিভাজনের পক্ষে ছিলেন না। এই দিনটিকে গতবছর থেকে প্রাধান্য দিয়ে “পশ্চিমবঙ্গ দিবস” হিসেবে পালন করা হচ্ছে।
At Ranaghat, spoke on the historical significance and contemporary relevance of “20th June” in the history of #WestBengal, Dr Syama Prasad Mookerjee’s role and leadership in the context of the creation of the state and why #PaschimBangaDivas must be observed as the state’s… pic.twitter.com/moNX1Qd8J7
— Dr. Anirban Ganguly (অনির্বাণ গঙ্গোপাধ্যায়) (@anirbanganguly) June 20, 2024
আর আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজেপির নেতা ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় নদীয়ার রানাঘাটে বিজেপির বিধায়ক ও নেতাদের সাথে “পশ্চিমবঙ্গ দিবস” পালন করেন। যেখানে তিনি তার ভাষণে বিকশিত ভারতের কথা বলেন। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেমন ভারতের স্বপ্ন দেখেছিলেন তেমন ভারতের কথা বলেন। তিনি বিজেপির নেতাদের বলেন আমাদের সকলকে মিলে বিকশিত ভারত তৈরির লক্ষ্যে কাজ করতে হবে। আজ ওই অনুষ্ঠানে ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে সন্মান জানান বিজেপির বিধায়ক পার্থসারথী চ্যাটার্জী, অসীম বিশ্বাস ও বঙ্কিম ঘোষ।