পশ্চিমবঙ্গ ফার্মার ওষুধ ও স্যালাইন সরানোর কাজ শুরু, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সমস্ত স্যালাইন ও ওষুধ সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী, সমস্ত ধরনের ওষুধ ও স্যালাইন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেন্ট্রাল স্টোরেজ থেকে সরিয়ে নিয়ে আলাদা গুদামে মজুত রাখতে হবে । সেই মতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর থেকে সরিয়ে প্রস্তুতকারীর ওষুধগুলি গুদামে রাখার কাজ শুরু করেছেন হাসপাতালের কর্মীরা ।

কোনওভাবেই ওই সংস্থার সমস্ত ওষুধ যাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্যবহার করা না হয়, সেই নির্দেশ দিয়েছেন মেডিক্যাল কলেজের সুপার সঞ্জয় মল্লিক । সোমবার তিনি বলেন, “স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বদলে অন্যান্য বিভিন্ন কোম্পানিকে ইতিমধ্যেই ওষুধ সাপ্লাই দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে । তবে তাদের অর্ডার আসতে কিছু না হলেও 15 – 20 দিন সময় লেগে যাবে । তাতে যাতে সাধারণ রোগীদের কোনও ধরনের অসুবিধা না হয়, তার জন্য ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকেই সেগুলি নেওয়া হচ্ছে ।”

তিনি আরও বলেন, আশা করা হচ্ছে, বিভিন্ন কোম্পানি অল্প কিছু করে যদি ওষুধ সাপ্লাই দিতে শুরু করে তাহলে কোনও অসুবিধা হবে না । পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের অবজারভেশনের জন্য একটি টিম এসেছিল ৷ তারা দেখে গিয়েছে ৷ ওষুধগুলি আলাদাভাবে রাখা রয়েছে । এরপর স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী সেগুলোকে ভবিষ্যতে কী করা হবে তা জানানো হবে ।”

আরও পড়ুন:– মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

North Bengal Medical College

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ ও স্যালাইন

 

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিষাক্ত স্যালাইন ব্যবহারের অভিযোগ ওঠে মেদিনীপুর মেডিক্যালে ৷ যার ফলে প্রসূতি মামণি রুইদাসের মৃত্যু ঘটে । আশঙ্কাজনক আরও তিন প্রসূতি কলকাতায় ও একজন মেদিনীপুরে চিকিৎসাধীন । পরে এক সদ্যোজাতেরও মৃত্যু হয় ৷ এমনকি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও ওই স্যালাইন ব্যবহার করায় গত বছর এপ্রিল মাসে পাঁচ প্রসূতিরও মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল । পরবর্তীতে প্রসূতি বিভাগে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওই স্যালাইন ব্যবহার করা বন্ধ হয় ।

আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:– কলকাতা CNCI ইনস্টিটিউটে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন