পশ্চিমী ঝঞ্ঝায় ফের উত্তুরে হাওয়ায় বাধা, বঙ্গে কি তবে বিদায় শীতের ?

By Bangla News Dunia Dinesh

Published on:

winter

 

Bangla News Dunia, দীনেশ : শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা যেন উধাও। তবে কি এভাবেই বিদায় নেবে শীত? প্রশ্ন শীতপ্রেমীদের। বঙ্গের আবহাওয়া (West Bengal Weather Update) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। বর্ষবরণের আগের রাতে এবং বর্ষবরণের দিন বেশ ঠান্ডা পড়লেও তারপর থেকে বারবার ওঠানামা করেছে তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহেও শীত (Winter) নিয়ে বিশেষ আশার কথা শোনাল না আবহাওয়া দপ্তর। শীতের আমেজ থাকলেও চলতি সপ্তাহে আপাতত কনকনে ঠান্ডা পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী চার-পাঁচদিন রাজ্যে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে কিছুটা পারদপতন হতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে উত্তুরে হাওয়া ফের বাধাপ্রাপ্ত হয়েছে। সেই কারণে বাধা পড়ছে শীতে। রাজ্যের সর্বত্র আপাতত এমনই আবহাওয়া থাকবে। কনকনে শীতের আপাতত কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে (North Bengal Weather Update)। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Update) কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন