Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ইউএস। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে আমদানি আরও কঠিন হয়ে পড়বে বুঝে ভারতীয় তেল শোধন সংস্থাগুলি পশ্চিম এশিয়া ও আটলান্টিক মহাসাগরীয় দেশগুলি থেকে অপরিশোধিত তেল কেনা বাড়াচ্ছে।
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, গত সপ্তাহে দুটি ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ৬ মিলিয়ন ব্যারেল ওমান ও আবু ধাবির ‘মারবান’ ক্রুড কিনেছে, যা ফেব্রুয়ারিতে ভারতে আসার জন্য রওনা দেবে। টেন্ডারের মাধ্যমে ইন্ডিয়ান অয়েলও ২ মিলিয়ন ব্যারেল ডব্লিউটিআই মিডল্যান্ড কিনেছে বলে ট্রেডাররা জানিয়েছে।
ইতিমধ্যেই ভারত ও চিনের চাহিদা বাড়ায় গত কয়েক মাসে পশ্চিম এশিয়া, আফ্রিকা ও ব্রাজ়িলের অপরিশোধিত তেলের স্পট দাম বেড়ে গিয়েছে। ইউএস–এর নতুন করে জারি করা নিষেধাজ্ঞার জন্য রাশিয়া ও ইরানের তেল পাওয়া আরও কঠিন হয়ে পড়লে দাম আরও বাড়বে। ফলে, ভারতে পেট্রল, ডিজ়েলের দাম কমার যে সম্ভাবনা দেখা যাচ্ছিল, তা আপাতত দূর অস্ত বলেই মত বিশেষজ্ঞমহলের। বরং, রাশিয়ার উপর ইউএস–এর নিষেধাজ্ঞার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেলে ভারতে পেট্রল, ডিজ়েলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য, গত ২১ মাসে ভারতে পেট্রল, ডিজ়েলের দাম অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন:– LPG গ্যাস অতীত, সস্তার গ্রিন হাইড্রোজেনে এবার রান্না হবে সকলের। দারুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের
শুক্রবার রুশ তেল উৎপাদনকারী সংস্থা গ্যাজ়প্রম নেফ্ট ও সারগাটনেফ্টগ্যাসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউএস ট্রেজ়ারি। রুশ তেল পরিবহণকারী ১৮৩টি জাহাজের উপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। লক্ষ্য একটাই, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার আর্থিক রসদ কমানো। উল্লেখ্য, তেল বিক্রি করে প্রাপ্ত আয়ের একটা বড় অংশ মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করে থাকে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তার পরেই জি–৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি মস্কোর উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি রুশ তেলের সর্বোচ্চ দাম বেঁধে দেয়। সেই সময়ে রুশ তেল সস্তা হয়ে যাওয়ায় ভারত রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই বাড়িয়ে দেয়। রাশিয়া ও ইরান থেকে ভারতে তেল পরিবহণ করা ট্যাঙ্কারগুলির উপরে শুক্রবার নিষেধাজ্ঞা জারি করেছে ইউএস।
আরও পড়ুন:– 25 বছর পর অক্ষয়ের সঙ্গে বড় পর্দায় ফিরছেন তাব্বু, কোন ছবিতে ?
যে জাহাজগুলির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তার মধ্যে ১৪৩টি তেলের ট্যাঙ্কার গত বছর ৫৩০ মিলিয়ন ব্যারেলের বেশি রুশ অপরিশোধিত তেল পরিবহণ করেছিল, যা রাশিয়ার সমুদ্রপথে মোট তেল রপ্তানির ৪২ শতাংশ বলে জানিয়েছেন আন্তর্জাতিক ডেটা ও অ্যানালিটিক্স সংস্থা কেপলারের অ্যানালিস্ট ম্যাট রাইট। এই ৫৩০ মিলিয়ন ব্যারেলের মধ্যে প্রায় ২০০ মিলিয়ন ব্যারেল ভারতে রপ্তানি করেছিল রুশ সংস্থাগুলি।
রাইটকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে স্বল্পমেয়াদে রাশিয়া থেকে তেল পরিবহণ করার জাহাজের সংখ্যা কমবে, যার ফলে বাড়বে ফ্রেইট রেট।
গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভারতে রুশ অপরিশোধিত তেলের আমদানি ৪.৫ শতাংশ বেড়ে হয়েছে দৈনিক ১৭ লক্ষ ব্যারেল, যা ভারতের মোট তেল আমদানির ৩৬ শতাংশের মতো।
বিশেষজ্ঞমহলের মতে, নতুন করে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভারত ও চিন পশ্চিম এশিয়া, আফ্রিকা ও আমেরিকা থেকে আরও বেশি পরিমাণ তেল কেনার দিকে ঝুঁকবে। একটি ভারতীয় তেল শোধন সংস্থার আধিকারিক বলেন, ‘পশ্চিম এশিয়ার বিভিন্ন গ্রেডের অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। তবে পশ্চিম এশিয়ার তেল কেনা ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় নেই। তবে আমরা ইউএস থেকেও তেল কেনা বাড়াতে পারি।’
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025