পাঁচ বছরে ৩০০০% রিটার্ন, ফেব্রুয়ারি মাসেই বড় বদল আসবে এই মাল্টিব্যাগার স্টকে, রইলো বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আরডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেডের শেয়ার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে গত কয়েক বছরে। ধারাবাহিক রিটার্ন দিয়ে লগ্নিকারীদের নজরও কেড়েছে। কলকাতায় হেডকোয়ার্টার হলেও মুম্বই, দিল্লি, পুনে, জয়পুর, যোধপুর, হায়দরাবাদ, গুয়াহাটি, সুরাটের মতো দেশের একাধিক শহরে শক্তপোক্ত উপস্থিতি রয়েছে এই সংস্থার। সম্প্রতি সংস্থার বোর্ড মিটিংয়ে স্টক স্প্লিটের সিদ্ধান্ত হয়েছে। ১:১০ অনুপাতে হবে স্টক স্প্লিট। অর্থাৎ, এই সংস্থার একটি শেয়ারের বর্তমানে যে ভ্যালু রয়েছে তা ১০ ভাগে বিভক্ত হবে। এর মাধ্যমে সংস্থার শেয়ার সংখ্যা বাড়বে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সংস্থার স্টক স্প্লিট শুরু হবে বলে এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে এই সংস্থা।

আরও পড়ুন:- 25 বছর বাদে পদ্ম ফুটছে দিল্লিতে! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়, দ্বিতীয় স্থানে কোন দল ?

বৃহস্পতিবার আরডিবি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার লিমিটেডের শেয়ার প্রাইস ৬ টাকা কমে হয়েছে ৫৫০ টাকা। গত পাঁচ দিনে এই সংস্থার শেয়ার দর বেড়েছে ৪.৭০ শতাংশ। গত এক মাসে তা বেড়েছে ৭.৩৮ শতাংশ। গত এক মাসে ১০৩ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার। গত এক বছরে আরডিবি-র স্টকের দাম ২৭৪ শতাংশ বেড়েছে। গত এক বছরে ৩০৪২ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার। অর্থাৎ যে সব লগ্নিকারী পাঁচ বছর আগে এই সংস্থায় বিনিয়োগ করেছিলেন ১ লক্ষ টাকা, সেই লগ্নি এখন কোটি টাকায় রূপান্তরিত হয়েছে।

এই স্টক স্প্লিটের বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে ২৮ ফেব্রুয়ারি থেকে স্টকের বিভাজন শুরু হবে। এই কাজ শেষ হতে ২-৩ মাস লেগে যেতে পারে। আরডিবি-র ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারকে ১০টি সমান ভাগে ভাগ করা হবে। এবং তা ১ টাকা ফেসভ্যালুর ১০টি শেয়ারে রূপান্তরিত হবে। স্টক বিভাজনের পর শেয়ারের সংখ্যা হবে ২৭ কোটি এবং প্রতি শেয়ারের ফেসভ্যালু হবে ১ টাকা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত

আরও পড়ুন:- সকালের জলখাবারে এই ৬ ধরনের খাবার খেলে অ্যাসিডিটি হতে পারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন