Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রত্যাশা মতোই রেপো রেট কমালো রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণনীতি কমিটি। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। ৬.৫ শতাংশ থেকে কমে নতুন রেপো রেট হলো ৬.২৫ শতাংশ। ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে রিজ়ার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক। সেই বৈঠকে উপস্থিত অধিকাংশ সদস্যই রেপো রেট কমানোর পক্ষে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হলো। এর জেরে ইএমআই-এর খরচা কমতে পারে বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিভিন্ন ধরনের লোন আরও সস্তা হতে পারে।
২০২৫ সালে ঋণনীতি সংক্রান্ত প্রথম বৈঠকের পরই সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো। গত পাঁচ বছরে এই প্রথম বার সুদের হার কমানো হলো আরবিআই-এর তরফে। গত বছরের মাঝামাঝি সময় থেকেই রেপো রেট কমানোর দাবি উঠেছিল। মার্কিন ফেডেরাল রিজ়ার্ভ গত বছর একাধিক বার সুদের হারে পরিবর্তন করেছে। তার পর থেকেই সুদ কমানোর দাবি আরও জোরালো হতে থাকে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশও সুদ হ্রাসের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু তৎকালীন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সুদ কমানোর পথে হাঁটেননি। ডিসেম্বরে শক্তিকান্ত দাস অবসর নেওয়ার পর আরবিআই-এর গভর্নর হয়েছেন সঞ্জয় মালহোত্রা। তাঁর নেতৃত্বে এটাই ছিল প্রথম বৈঠক। তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
অর্থনৈতিক বৃদ্ধির পালে হাওয়া দিতে সুদের হার কমানো ছাড়া শীর্ষ ব্যাঙ্কের আর কোনও বিশেষ রাস্তা খোলা ছিল না বলে দাবি বিশেষজ্ঞদের। গত চার বছরের সর্বনিম্ন স্তর ছুঁয়েছে ভারতীয় অর্থনীতি। কাজেই এখনই ইতিবাচক কোনও পদক্ষেপ না করা হলে দেরি হয়ে যেত বলেই তাঁদের মত। চলতি অর্থবছরে ভারতের জাতীয় বৃদ্ধির হার ৬.৪% হবে বলে আশাবাদী কেন্দ্র। গত চার বছরের মধ্যে এই বৃদ্ধির হার সব থেকে কম হবে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৮.২ শতাংশ ছিল। বৃদ্ধির গতি মন্থর হলেও গত বছরের অধিকাংশ সময়েই মূল্যবৃদ্ধির হার আরবিআই-এর ৪ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে ছিল।
আরবিআই রেপো রেট কমানোয় ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে পারে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপের জেরে শেয়ার মার্কেটের পরিস্থিতি আরও চাঙ্গা হতে পারে বলে আশা শেয়ার বাজার বিশেষজ্ঞদের।
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত