‘পাকিস্তানই জঙ্গি কাজের কেন্দ্রস্থল’ কাশ্মীর প্রসঙ্গে পড়শি দেশকে আক্রমণ সেনাপ্রধানের

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : সোমবার কাশ্মীরে জেড মোড় (Z-Morh Tunnel) সুরঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narenra Modi)। আর এদিনই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে পাকিস্তানকে নিশানা করলেন দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কোনও রাখঢাক না রেখে ভূস্বর্গে বসে পাকিস্তান ইস্যুতে দ্বিবেদী বলেন, ‘জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) লুকিয়ে থাকা জঙ্গিদের প্রায় ৮০ শতাংশই পাকিস্তানি। সীমান্ত জুড়ে আমাদের সেনা মোতায়েন যথেষ্ট মজবুত এবং আমরা যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি আছি।’

আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন

বর্তমানে কাশ্মীর উপত্যকা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলের পরিস্থিতির ব্যখ্যা দিতে গিয়ে দেশের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী (Indian Army Chief General Upendra Dwivedi) বলেন, ‘পাকিস্তানই মূলত জম্মু ও কাশ্মীরকে আশ্রয় করে যেকোনও ধরনের জঙ্গি কার্যকলাপ করে। পাকিস্তান থেকে মদত আসা বন্ধ না হলে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশও ঠেকানো কার্যত কঠিন। এই পরিস্থিতিতে সীমান্ত জুড়ে আমাদের সেনা মোতায়েন যথেষ্ট মজবুত এবং যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে আমরা রীতিমত তৈরি। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ তার উদাহরণ হিসেবে তিনি আরও বলেন, ‘গত বছর উপত্যকায় লোকসভা এবং বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এছাড়াও গত বছর ৫ লক্ষের বেশি পুণ্যার্থী অমরনাথ যাত্রা করেছেন। এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, উপত্যকার পরিস্থিতি সন্ত্রাসবাদ থেকে পর্যটনের দিকে ঘুরতে শুরু করেছে।’

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

অশান্ত মণিপুর প্রসঙ্গে তিনি বলেন, মণিপুরের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। আমরা চেষ্টা করছি সবটা নিয়ন্ত্রণে আনতে। ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় নজরদারি ও সেনা টহল বাড়ানো হয়েছে। কুইক রিঅ্যাকশন টিম এবং কুইক রিঅ্যাকশন মেডিকেল টিমের উন্নতিতে ১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

শুধু পাকিস্তান নয়। চিনের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্ক কেমন তাও শোনা গেল সেনা প্রধানের গলায়। চিন প্রসঙ্গে তাঁর বক্তব্য, পরিস্থিতি এখনও স্পর্শকাতর। তবে তা আয়ত্তের মধ্যে আছে। পূর্ব লাদাখের ডেপসাং ও দেমচোক-এর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিস্থিতির উন্নতি ঘটেছে। দীর্ঘ কয়েক বছর পর সেখানে শুরু হয়েছে সেনা টহল।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন