Bangla News Dunia , Rajib : পাকিস্তানের কোয়েট্টা স্টেশনে বড়সড় বিস্ফোরণের খবর। শনিবার সকালে এই বিস্ফোরণে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি সংগঠন। এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের
কোয়েট্টার সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট মহম্মদ বালোচ বলেন, ‘পেশওয়ারগামী একটি ট্রেন স্টেশন ছেড়ে বেরনোর সময়ে প্ল্যাটফর্মে বিস্ফোরণ ঘটে।’
বিস্ফোরণের সময় কোয়েট্টার ওই স্টেশনে প্রায় শতাধিক মানুষ ছিলেন। ফলে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায় প্ল্যাটফর্মে। প্রাণ বাঁচাকে ছুটোছুটি পড়ে যায়।
আরো পড়ুন :- বিরল ঘটনা, বরফে ঢাকল সৌদি আরবের উষ্ণ মরুভূমি! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব বিশ্ব
বালোচিস্তান প্রশাসনের মুখপাত্র শহিদ রিন্দ একটি বিবৃতিতে বলেন, ‘ঘটনার খবর পেয়েই নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। বম্ব স্কোয়াড বিস্ফোরণস্থল খতিয়ে দেখছে। প্ল্যাটফর্ম থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ঠিক কী ভাবে এই বিস্ফোরণটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। নিকটবর্তী হাসপাতালগুলিকেও অ্যালার্ট করা হয়েছে। আহতদের সকলকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।’
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণের পর ওই রেল স্টেশনের প্ল্যাটফর্মের বিধ্বস্ত চেহারা। চতুর্দিকে রাবিশ ছড়িয়ে রয়েছে।’