Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে পাকিস্তান। তিনটে স্টেডিয়ামকে বেছে নিলেও সেটাকে তৈরি করতে পারেনি। একাধিকবার স্টেডিয়াম তৈরির ডেটলাইন মিস করেছে। সময়ের মধ্যে স্টেডিয়াম তৈরি করে আইসিসিকে দিতে না পারলে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে। ক্রিকেটের এই কঠিন সময়ের মধ্যে এ বার পাকিস্তান ফুটবলে কঠিন সময়ে নেমে এল। পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করল ফিফা।
ব্যুরো অফ ফিফা কাউন্সিল গত বৃহষ্পতিবার একটি নির্দেশিকা জারি করে। যেখানে বলা হয়, পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের সংবিধানে বদল আনতে ব্যর্থ হয়েছে। তারা ফিফার নির্দেশ মেনে সংবিধানে পরিবর্তন আনলে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন করা যেত। তাই পাকিস্তানের উপর নির্বাসন লাগু করা হয়েছে।
আরও পড়ুন:- ১০ সেকেন্ডের একটা ব্যায়ামই সারিয়ে দেবে শিরদাঁড়া থেকে কোমরের ব্যথা
ফিফা শুধু পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করেনি, এর সঙ্গে সাসপেন্ড করা হয়েছে কঙ্গোর ফুটবল অ্যাসোসিয়েশনকেও। তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশনের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হবে যদি তারা ফিফা ও এএফসির নিয়ম নেমে নিজেদের সংবিধানে পরিবর্তন আনে।
পাকিস্তান ফুটবল ফেডারেশনের নর্মালাইজ়েশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক বলেন, ‘ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশন বা পিএফএফ-এর সংবিধানে কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে, আন্তর্জাতিক স্তরের সঙ্গে মানাতে এই নির্দেশ দিয়েছে ফিফা। পিএফএফ-এর নতুন কংগ্রেসের সদস্যরা ফিফার এই প্রস্তাব মানেনি।’ অর্থাৎ, পাকিস্তান ফুটবল ফেডারেশনের অভ্যন্তরের সমস্যার জন্য তারা ফিফার নির্দেশ মানছে না।
এই প্রথম নয়, ২০১৭ সাল থেকে এই নিয়ে মোট তিনবার পাকিস্তান ফুটবল ফেডারেশনকে ফিফা সাসপেন্ড করল। যতদিন না সাসপেনশন তোলা হবে ততদিন পাকিস্তান ফুটবল দল কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।