Bangla News Dunia, দীনেশ : পাটনার (Patna) গান্ধি ময়দানের অনশনস্থল থেকে আটক করা হল প্রশান্ত কিশোরকে (Prashant Kishor)। সোমবার ভোরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। সমর্থকদের দাবি, পিকে সম্পর্কে কোনও তথ্য তাঁদের দেওয়া হচ্ছে না। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাও তাঁরা জানেন না।
সূত্রের খবর, গান্ধি ময়দান থেকে অনশনরত পিকেকে ‘জোর করে’ তোলা হয় অ্যাম্বুল্যান্সে। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এইমস হাসপাতালে। পিকেকে অ্যাম্বুল্যান্সে তোলার সময় পুলিশের সঙ্গে তাঁর এবং তাঁর অনুগামীদের ধস্তাধস্তি হয়। সোশ্যাল মিডিয়ায় এই ধস্তাধস্তির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।
আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….
প্রসঙ্গত, বিহারের সরকারি চাকরির পরীক্ষা বিপিএসসিতে (BPSC Aspirant Protest) অনিয়মের অভিযোগ তুলে পাটনার গান্ধি ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোর। নতুন করে ওই পরীক্ষা নেওয়ার দাবি তুলেছেন তিনি। ২ জানুয়ারি থেকে তাঁর অনশন শুরু হয়। সোমবার ছিল চতুর্থ দিন। বিহারে পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) (BPSC) ৭০তম পরীক্ষায় অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে সরব পিকে। রাজ্যের নানা প্রান্তে পরীক্ষা বাতিল চেয়ে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ চলছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেছেন পিকে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী একবারও নিজের রাজ্যে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেননি। বিহারে চাকরিপ্রার্থীদের এই আন্দোলনকে রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী রাজনীতিকরাও সমর্থন করেছেন। এই পরিস্থিতিতে গত ২৯ ডিসেম্বর রাতে গান্ধি ময়দানে চাকরিপ্রার্থীদের জমায়েতে পুলিশ লাঠিচার্জ করেছিল বলে অভিযোগ। পিকে ওই জমায়েতে ছিলেন। পড়ে ২ তারিখ থেকে অনশনে বসেন পিকে।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025