পাড়ায় পাড়ায় লক্ষীর ভান্ডার ক্লাব, মহিলাদের জন্য এবার আর ১ নতুন উদ্যোগ

By Bangla news dunia Desk

Published on:

laxmi

 

Bangla News Dunia, দীনেশ :- পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্প ইতিমধ্যে রাজ্যের বহু মহিলার জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্প সব থেকে গুরুত্বপূর্ণ।

এই প্রকল্প থেকেই এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করল চাঁদরা ব্লকের সনকাডাঙ্গা গ্রামের মহিলারা। এবার তারা নিজেদেরকে আরো বেশি স্বনির্ভর করার লক্ষ্যে গড়ে তুললেন লক্ষীর ভান্ডার ক্লাব।

লক্ষীর ভান্ডার ক্লাব: মহিলাদের অভিনব পদক্ষেপ

গ্রাম বাংলার মহিলাদের উন্নয়নের উদ্দেশ্যে সনকাডাঙ্গার প্রায় ৬০ থেকে ৭০ টি পরিবারের মহিলারা একত্রিত হয়ে এই লক্ষীর ভান্ডার ক্লাব গঠন করেন। এই ক্লাবের মূল উদ্দেশ্যগুলি হল-

  • গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ডে সকলে মিলে অংশগ্রহণ করা,
  • বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করা,
  • গ্রামের মহিলাদের আরো বেশি অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা।

আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে

মহিলাদের পদক্ষেপে পুরুষদের সমর্থন 

মহিলাদের এই পদক্ষেপে গ্রামের পুরুষরাও সমর্থন জানিয়েছেন। ক্লাবের সদস্যরা জানিয়েছেন তারা গ্রামের পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। উন্নয়নমূলক কাজ হোক বা সামাজিক সমস্যার সমাধান, সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা পালন করবে এই ক্লাব।

এই ক্লাবের উদ্দেশ্য কী? 

লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত আর্থিক সহায়তা পেয়ে মহিলারা এই ক্লাব গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিজেদের মধ্যে আলোচনা করে গ্রামের মহিলারা সিদ্ধান্ত নেন, লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাকে আরো বৃহত্তর ও সমাজকল্যমূলক কাজে ব্যবহার করা যাবে এই ক্লাবের মাধ্যমে। এছাড়া এই ক্লাব গঠনের মাধ্যমে গ্রামের মহিলারা আরো অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে।

ক্লাবের সদস্য রীতা দাস জানিয়েছেন, “আমরা চাই আমাদের গ্রাম আরো উন্নত হোক। শুধু ঘরের কাজ নয়, এখন থেকে আমরা গ্রামের উন্নয়নেও অংশ নেব।”

আরো পড়ুন :-  সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !

ভবিষ্যৎ পরিকল্পনা 

লক্ষীর ভান্ডার ক্লাবের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, ভবিষ্যতে তারা আরো অনেক সামাজিক এবং অর্থনৈতিক প্রকল্পে যুক্ত হতে চান। বিশেষ করে নারীদের শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এই ক্লাবের মূল উদ্দেশ্য।

 

সনকাডাঙ্গার এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের অন্যান্য গ্রামগুলির জন্য এক অনুপ্রেরণামূলক পরিকল্পনা হতে পারে। এখন দেখার ভবিষ্যতে এই ক্লাব কি কি ভূমিকা পালন করে।

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন