পাথরের আঘাতে গুরুতর আহত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচনি প্রচারের শেষে উত্তপ্ত মহারাষ্ট্র

By Bangla news dunia Desk

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের(Anil Deshmukh) গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটে নাগপুর জেলায়। জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। সূত্রের খবর, এই এনসিপি (শারদচন্দ্র পাওয়ার) নেতা একটি নির্বাচনী সভা থেকে ফেরার পথে তাঁর গাড়িতে এই হামলা চালানো হয়।

জানা গিয়েছে, তিনি নারখেদ গ্রামে(Narkhed village) একটি সভা শেষ করে তিনখেদা বিষ্ণুর রোড থেকে কাটোল ফেরার সময় কাটোল জালালখেদা রোডের বেলফাটার কাছে কিছু লোক তার গাড়িতে ঢিল ছুড়ে হামলা চালায়।

আরো পড়ুন :- পুরুষের মধ্যে বাড়ছে যৌন_সমস্যা ! জানুন বিভিন্ন কারণ সহ প্রতিকার

গাড়ির সামনের যাত্রীর আসনে বসা অনিল দেশমুখের মাথায় গভীর ক্ষত হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাকে নাগপুরের অ্যালেক্সিস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এই হামলায় গাড়িটির উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয় এবং একটি জানালার কাঁচ ভেঙে গাড়ির ভেতর সর্বত্র কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বুধবার ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সব কটি আসনে ভোট রয়েছে। গননা হবে আগামী ২৩ নভেম্বর। আজই ছিল নির্বাচনি প্রচারের শেষদিন।

আরো পড়ুন :- চরম হুঁশিয়ারির মুখে ইউনূস সরকার !

এই বিষয়ে নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার বলেন, “তদন্ত শুরু হয়েছে। পুলিশ হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে।” অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে কাটোল থানার বাইরে তাঁর সমর্থকদের একটি বিশাল ভিড় জড়ো হয়।কংগ্রেস নেতা বালাসাহেব থোরাত অনিল দেশমুখের ওপর এই “মারাত্মক হামলার” নিন্দা করেছেন।

আরো পড়ুন :- লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর ! এবার ১০০০ টাকা থেকে ভাতা বেড়ে ২০০০ টাকা হচ্ছে

প্রসঙ্গত, অনিল দেশমুখের ছেলে সলিল দেশমুখ কাটোল বিধানসভা কেন্দ্র থেকে এনসিপি(শারদচন্দ্র পাওয়ার)-র টিকিটে বিজেপির চরণসিংহ ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন