পানাগড়ে ৬০০ কোটি টাকা লগ্নি বার্জারের, প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৭ সালের মধ্যে মাসে রং উৎপাদন ক্ষমতা ৩২ হাজার টন বাড়াতে নতুন কারখানা গড়ে তুলতে ২,০৫০ কোটি টাকা লগ্নি করছে বার্জার পেন্টস ইন্ডিয়া। তার মধ্যে পশ্চিম বর্ধমানের পানাগড়ে নতুন একটি কারখানা তৈরি করতে তাঁরা ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অভিজিৎ রায়।

তিনি জানান, আগামী দেড় বছরের মধ্যে পানাগড়ের কারখানায় উৎপাদন চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সেখানে ৫০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

সোমবার নিউ টাউনে বার্জারের নতুন সদর দপ্তর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে অভিজিৎ বলেন, ‘পানাগড় ও ওডিশায় আমরা নতুন কারখানা তৈরি করছি। এ ছাড়া অন্ধ্রপ্রদেশের হিন্দুপুরে আমাদের যে কারখানা রয়েছে, তার সম্প্রসারণ করা হচ্ছে। সব মিলিয়ে এই তিনটি কারখানায় আমরা ২,০৫০ কোটি টাকা লগ্নি করছি। এখন আমাদের মাসে রং উৎপাদন ক্ষমতা ১.১০ লক্ষ টন। এই তিনটি কারখানা চালু হওয়ার পর তা বেড়ে দাঁড়াবে ১.৪২ লক্ষ টন।’ পানাগড়ের কারখানার উৎপাদন ক্ষমতা হবে মাসে ৫ হাজার টন।

তবে হাওড়ায় বার্জারের যে কারখানা রয়েছে, ২০২৬ সালে সেটা বন্ধ হয়ে যাবে। অভিজিৎ জানিয়েছেন, সেখানে তাঁরা একটি অত্যাধুনিক আরঅ্যান্ডডি সেন্টার গড়ে তুলবেন। তাঁর সংযোজন, ‘ওই কারখানাটাই আমরা পানাগড়ে স্থানান্তরিত করব। এর ফলে নিট উৎপাদন ক্ষমতা মাসে ৩ হাজার টন বাড়বে।’ উল্লেখ্য, হাওড়ার কারখানার উৎপাদন ক্ষমতা মাসে ২ হাজার টন।

এ দিকে বার্জারের চেয়ারম্যান রিশমা কাউর জানিয়েছেন, রং শিল্প ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও তা নিয়ে তাঁরা চিন্তিত নন। তাঁর ব্যাখ্যা, ‘বাজার বিপুল বড় হওয়ায় প্রতিযোগিতা কোনও বিষয় নয়। আমাদের এক বা দু’নম্বর হতেই হবে, এ রকম কোনও ইগো নেই। বাজেট অনুযায়ী পরিকল্পিত লক্ষ্য অর্জন করাই আমাদের অগ্রাধিকার।’

উল্লেখ্য, বার্জার আগেই ঘোষণা করেছিল যে ২০৩০ সালের মধ্যে তারা ব্যবসা এখনকার তুলনায় দ্বিগুণ করে ২০ হাজার কোটি টাকাতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে।

আরও পড়ুন:- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন