Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত বছর মারা গিয়েছেন শিল্পপতি রতন টাটা। সেই সময়ে বারবার চর্চায় এসেছে তাঁর সম্পত্তির উইল। রতন টাটার বিপুল সম্পত্তির কতটা ভাগ কার কাছে যাবে তা নিয়ে বহু চর্চা হয়েছে। এ বার ফের আলোচনায় সেই উইল। আলোচনায় এসেছে মোহিনীমোহন দত্তের নাম। এঁর হাতেই নাকি যাচ্ছে রতন টাটার ৫০০ কোটি টকার সম্পত্তি। সূত্রের খবর, রতন টাটার অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তি। কিন্তু কে ইনি?
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, মোহিনীমোহন দত্ত একজন উদ্যোগপতি, ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল তাজ গ্রুপের হাত ধরে। পরে স্ট্যালিয়ন (Stallion) নামের একটি ট্রাভেল এজেন্সি শুরু করেন তিনি। ২০১৩ সালে ওই সংস্থাটি তাজ গ্রুপ অফ হোটেলের একটি সাবসিডিয়ারি তাজ সার্ভিসেসর সঙ্গে মিশে যায়। স্ট্যালিয়নে ৮০ শতাংশ মালিকানা ছিল মোহিনীমোহন দত্ত এবং তাঁর পরিবারের। বাকি ২০ শতাংশ মালিকানা ছিল টাটা গ্রুপের হাতে। পরে সেটি টাটা ক্যাপিটাল অধিগ্রহণ করে এবং তারও পরে থমাস কুক-কে বেচে দেওয়া হয়। এখনও ওই সংস্থাটি টিসি ট্রাভেল সার্ভিসেস নামে চলছে, সেখানে সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন এই মোহিনীমোহন দত্ত। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, টাটা গোষ্ঠীর একাধিক সংস্থায় শেয়ার রয়েছে মোহিনীমোহন দত্তের।
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, এই ব্যক্তি অনেক আগে থেকেই রতন টাটার এবং তাঁর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। মোহিনীমোহন দত্তর দুই কন্যা রয়েছেন। তাঁদের মধ্যে একজন টাটা ট্রাস্টে ৯ বছর ধরে কাজ করেছেন। তারও আগে তাজ হোটেলসের সঙ্গে যুক্ত ছিলেন।
রতন টাটার শেষকৃত্যেও দেখা গিয়েছিল এই ব্যক্তিকে। সেখানে তিনি জানিয়েছিলেন যে, জামশেদপুরে একটি হস্টেলে প্রথমবার রতন টাটার সঙ্গে দেখা হয় তাঁর। সেই সময়ে মোহিনী মোহন দত্তের বয়স ছিল ২৪ বছর।
মনে করা হচ্ছে, রতন টাটার সঙ্গে মোহিনীমোহন দত্তের সম্পর্ক অন্তত ৬ দশকের। ২০২৪ সালের ডিসেম্বরে মুম্বইয়ে রতন টাটার জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন এই ব্যক্তি। ওই অনুষ্ঠানে হাতেগোনা অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন এবং পরিবারের লোকজনই আমন্ত্রিত ছিলেন। তা সত্ত্বেও এতদিন ধরে রতন টাটার একেবারে ঘনিষ্ঠ বৃত্তের বাইরে কেউই এই নাম জানতেন না। শিল্পপতির মৃত্যুর পরে এখন তাঁর উইল নিয়ে ঘাঁটাঘাঁটির পরে সামনে এসেছে এই নাম।
আরও পড়ুন:- রাজ্য সরকারের WEBCSC সংস্থায় উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
আরও পড়ুন:- বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছবে রিলায়েন্স, কত টাকা বিনিয়োগ আম্বানির ? জেনে নিন বিস্তারিত