পার্সেল খুলতেই মিলল মরদেহ, সঙ্গে দেড় কোটি দাবি করে চিঠি ! আঁতকে উঠলেন মহিলা

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- পার্সেলের মধ্যে আসার কথা ছিল বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রী, সময়মতো পার্সেলও এল কিন্তু তাতে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ। সঙ্গে দেড় কোটি টাকা দাবি করে একটি চিঠি। শোরগোল ফেলে দেওয়া ঘটনাটি অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পশ্চিম গোদাবরী (West Godavari) জেলার।  ইয়েন্দাগান্দি এলাকার বাসিন্দা নাগা তুলসী নামে ওই মহিলা সম্প্রতি ক্ষত্রিয় সেবা সমিতির কাছে তাঁর বাড়ি তৈরির জন্য কিছু সাহায্যের আর্জি জানান।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

প্রথম দফায় সমিতির তরফে কিছু টাইলস পাঠানো হয়। এরপর মহিলা আরও সাহায্যের আবেদন জানালে তাঁকে বৈদ্যুতিন সামগ্রী দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়।  এমনকি হোয়াটসঅ্যাপে তাঁকে মেসেজ করে জানানো হয় তাঁকে ফ্যান, সুইচ ও লাইট পাঠানো হচ্ছে। প্রতিশ্রুতিমতো এক ব্যক্তি এসে বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে একটি পার্সেল ডেলিভারিও করে যান।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

কিন্তু সেই পার্সেল খুলতেই চক্ষু চড়কগাছ ওই মহিলার। পার্সেলে বৈদ্যুতিন সামগ্রীর জায়গায় রয়েছে একটি মৃতদেহ। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে মহিলার পরিবার। সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করে গোটা বিষয়টা জানানো হয়। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।  দেহটি কার তা জানা যায়নি। তবে দেহের সঙ্গে একটি চিঠিও ছিল। চিঠিতে দেড় কোটি টাকা দাবি করা হয়েছে। না দিলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বয়স ৪৫ -এর কাছাকাছি, ৪-৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। জেলা পুলিশ সুপার আদনান নয়িম আসমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। পুলিশ প্রাথমিক ভাবে যে পার্সেল ডেলিভারি করতে এসেছিলেন তাঁকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন