Bangla News Dunia, Pallab : হাওড়াতেই (Howrah) তৈরী হচ্ছে নতুন ব্রিজ। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে গঙ্গার উপর বা সড়কপথে নয় বরং রেলের উদ্যোগে বেনারস ব্রিজের পাশেই তৈরী হচ্ছ আরও এক নতুন ব্রিজ। পূর্ব রেলের তরফ থেকেই এই ব্রিজ তৈরির দায়িত্ব নেওয়া হয়েছে। যেটা তৈরির জন্য কয়েকশো কোটি টাকা খরচ হবে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই শেষ অবধি পড়ুন।
হাওড়ায় তৈরী হচ্ছে নতুন ব্রিজ
সালটা ছিল ১৯৩৩ হাওড়া স্টেশনের কাছেই রেললাইনের উপর তৈরী হয় চাঁদমারি ব্রিজ। এই ব্রিজের ফলে হাওড়া ময়দান থেকে বালির দিকে জিটি রোডে যাওয়া যেত। ৯১ বছর পুরোনো এই ব্রিজটি এবার ভাঙা হবে। বদলে তৈরী হচ্ছে নতুন ব্রিজ।
আরো পড়ুন:– ৩২৪৩৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ! দেখুন কিভাবে আবেদন করবেন
কেন তৈরী করা হচ্ছে নতুন চাঁদমারি ব্রিজ?
যেমনটা জানা যাচ্ছে, সময়ের সাথে সাথে ট্রেন সংখ্যা ও চাপ বাড়ার ফলে হাওড়া স্টেশনের ইয়ার্ডের কাছে রেল লাইনের সম্প্রসারণ থেকে শুরু করে সম্পূর্ণ দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম তৈরী অত্যাবশ্যক হয়ে পড়েছে। তাই নতুন প্ল্যাটফর্ম তৈরির জন্য নতুন ব্রিজ তৈরী করতে হবে। ২০১০-১১ সালেই নাকি নতুন চাঁদমারি ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। এরপর গতবছর থেকেই চালু হয় কাজ, কেবল টাইপ চার লেনের এই ব্রিজ বানাতে ২০০ কোটি টাকা খরচ হবে বলে জানাচ্ছেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার।
কবে তৈরী হবে নতুন ব্রিজ?
ব্রিজের কাজ কত দিনে শেষ হবে এই প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে, আগামী বছর ডিসেম্বর অর্থাৎ ২০২৫ সালের শেষের দিকেই ব্রিজ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। ব্রীজ তৈরির কাজ শেষ হলেই প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শুরু করা হবে। ফলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৬০ মিটার থেকেই বেড়ে ১৩৪ হয়ে যাবে। তাছাড়া নতুন ব্রিজের ফলে যাতায়াতেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।