পিকিং মানবের হাড়গোড় এখন কোথায় আছে? জেনে নিন সে এক অবিশ্বাস্য কাহিনি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পিকিং মানব, ধরা হয় এরা ৭ লক্ষ ৮০ হাজার বছর আগে থেকে ৪ লক্ষ বছর আগে পর্যন্ত এই পৃথিবীর বুকেই ঘুরে বেড়াত। ১৯২১ সালে চিনের বেজিং, যার আগে নাম ছিল পিকিং, তা থেকে কিছুটা দূরে ঝোউকোউদিয়ান গ্রামের একটি গুহা থেকে উদ্ধার হয় কিছু হাড়, চোয়াল, করোটির অংশবিশেষ। অবশ্যই জীবাশ্ম আকারে।

সেগুলি পরীক্ষা করার পর মানুষের বিবর্তনের ইতিহাস নড়ে যায়। আদি মানব হিসাবে পিকিং মানবের নাম উল্লেখিত হতে থাকে। হোমো ইরেক্টাস গোষ্ঠীর এই আদি মানবদের মাথাটা হত কিছুটা চ্যাপ্টা। কপাল হত খুব ছোট।

এই যে জীবাশ্ম উদ্ধার হয়েছিল চিনের ওই গুহা থেকে, সেগুলি যত্নের সঙ্গে চিনেই সংরক্ষিত করা হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই হাড়গুলি চিন থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয় বলে শোনা যায়।

 

আরো পড়ুন:- লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ল! মাসে পাবেন 2000 টাকা! নতুন করে আবেদন করতে হবে। কিভাবে? জেনে নিন

সেই সময় তা হয়তো জলপথেই পাচার হচ্ছিল। এমন অনুমান যে জলেই কোনওভাবে সেই হাড় হারিয়ে যায়। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। অবশ্য আরও একটি তত্ত্ব শোনা যায়।

সেই তত্ত্ব অনুযায়ী এই হাড়গুলির জীবাশ্ম চিনেই কোথাও পুঁতে ফেলা হয়েছিল, সেগুলিকে জাপানের হাত থেকে রক্ষা করতে। কিন্তু নিশ্চিত করে কেউই বলতে পারেননা পিকিং মানবের সেই উদ্ধার হওয়া হাড়গোড়ের জীবাশ্ম গেল কোথায়!

তবে তা আর কখনওই খুঁজে পাওয়া যায়নি। অবশ্য পিকিং মানবদের ব্যবহৃত জিনিস এবং তাদের আরও জীবাশ্মের খোঁজ চলতে থাকে। কিছু পাওয়ায়ও যায়।

 

আরো পড়ুন:- ব্রণ কমানোর সহজ উপায় জেনে নিন, কম বাজেটের টিপস

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন