Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দুর্গাপুজোর সময়ে চারিদিক আলোর সজ্জায় মেতে ওঠে আর এই জন্য বিদ্যুতের বিল (Electric Bill) অনেকটাই বেশি আসে অনেকের। আর এই জন্য খাবার এবং গ্যাসের দাম থেকে শুরু করে পুজোর পরের মাসে ইলেকট্রিক বিলের (Electricity Bill) জন্য অনেকটাই খরচ হয় অনেকের। কিন্তু এবারে এই কারেন্টের বিলে ছাড় দেওয়া হবে বলে জানালো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal).
75 Unit Electricity Free on Electric Bill
‘হাসির আলো’ প্রকল্পের কথা প্রায় সবাই জানে। এই প্রকল্পে আবেদন করলেই 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় পাওয়া যাবে! এমনই ঘোষনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাধারন মানুষদের একটু স্বস্তি দিতে বিদ্যুতের বিল (Electric Bill) নিয়ে এই ঘোষনা করেছে রাজ্য সরকার। এর ফলে উপকৃত হচ্ছে সাধারন মানুষ। যারা এই হাসির আলো প্রকল্পের ব্যাপারে এখনো জানেন না তারা জেনে নিন।
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিলে ছাড়!
পশ্চিমবঙ্গে এখন কিছু পরিবার রযেছে যারা খুব গরিব ইলেকট্রিক সংযোগ নেওয়া ও বিল দেওয়ার মত ক্ষমতা তাদের নেই। তাই ইলেকট্রিক সংযোগ না থাকার কারনে তাদের নানা রকমের সমস্যায় পড়তে হচ্ছে। যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে Electric Bill ইউনিটের দামও বাড়ছে তাই অতিরিক্ত বিল আসার ভয়ে অনেকেই ইলেকট্রিক সংযোগ নেয় না।
‘হাসির আলো’ প্রকল্প
তারা ইলেকট্রিকের বদলে কেরোসিনের কুপি ব্যবহার করে কাজ করছে। কেউ কেউ আবার অসৎ উপায় অবলম্বন করে বিদ্যুৎ ব্যবহার করছে। এই সব গরিব পরিবার গুলোর পাশে দাঁড়ানোর জন্যে যাতে তারা বিদ্যুৎ সংযোগ নিতে পারে তার জন্য 2020 সালে হাসির আলো প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে সাধারন গরিব মানুষ গুলো 75 ইউনিট পর্যন্ত Electric Bill বিনামূল্যে পেয়ে যাবেন।
এই প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা 3 মাসে 75 ইউনিট Electric Bill বিনামূল্যে পেয়ে থাকেন। এই 75 ইউনিট বিদ্যুৎ এর খরচ হয় প্রায় 300 টাকা। হিসেব করে দেখতে গেলে দেখা যাবে 51-100 ইউনিট স্ল্যাবে 2.5 টাকা প্রতি ইউনিট হিসেবে 187 টাকা 50 পয়সা পর্যন্ত চার মিলতে পারে বিদ্যুতের বিলে। তবে এই ছাড় সবার জন্য নয়। নির্দিষ্ট শ্রেনীর মানুষরাই এই ছাড় পাবেন।
এই হাসির আলো প্রকল্পের সুবিধা রাজ্যের সব বাসিন্দারা পাবেন না। যে সব ব্যক্তিরা অন্তর্দায় অন্ন যোজনা বা BPL ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে শুধু তারাই এই সুবিধা পেতে পারবেন। আবেদনকারীর বার্ষিক আয় 3 লক্ষের মধ্যে হতে হবে। এই বিদ্যুৎ সংযোগটি (Electric Bill Connection) বাড়ির জন্য হতে হবে দোকানের বা অন্য কোনো জায়গার হলে হবে না।
এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করার জন্যে বিদ্যুৎ দফতরে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর তা নাহলে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। সেখানে উপস্থিত থাকা বিদ্যুৎ দফতরের আধিকারিকদের কাছে আবেদনপত্র নিয়ে তা ঠিক মত পূরণ করে জমা দিতে হবে। বিপিএল রেশন কার্ড, আধার কার্ড, আর আয়ের শংসাপত্র।
কিন্তু এখনই সঙ্গে সঙ্গে এই স্কিমের মাধ্যমে আপনারা ছাড় পাবেন না এই কারণের জন্য পুজোর মরশুম শেষ হওয়ার পরে দুয়ারে সরকার আয়োজিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আর এই কারণের জন্য আপনারা ক্যাম্প শুরু হলে ওপরে উল্লেখিত সকল শর্ত পূরণ করার মাধ্যমে নিজেদের কাজটি সম্পন্ন করে নিতে পারবেন।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
#End