Bangla News Dunia , দীনেশ :- ইতিমধ্যেই বাঙালির মনে উৎসবের আমেজ দেখা দিয়েছে। উৎসবের মরশুমে ছুটি পেতে কার না ভালো লাগে। হাতে গোনা একটা দিন এরপরই শুরু অক্টোবর। আর অক্টোবর মানেই বাঙালির জীবনে একাধিক উৎসবের আনন্দ বয়ে আনে। একে একে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা , জগদ্ধাত্রী পুজো ভিড় করে আসে তাদের আনন্দের খুশির ডালা নিয়ে। এই সময়ই দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত লম্বা ছুটি পড়ে সরকারী প্রতিষ্ঠান গুলোতে।
ছুটির মরশুমের শুরুতে ২রা অক্টোবর রয়েছে গান্ধী জয়ন্তী এবং মহালয়া। দুটি উৎসব একই দিনে পড়ার দরুন বুধবার ২রা অক্টোবর ছুটি থাকছে সরকারী ভাবে। এছাড়াও পুজোর সময় অষ্টমী নবমী এক দিনে পড়ার ফলে ছুটি কতদিন পর্যন্ত থাকবে এই বিষয়টা অনেকেই বুঝতে পারছেনা। আজকের প্রতিবেদনটি তাদের জন্যই। আসুন জেনে নিই দুর্গাপুজো উপলক্ষে কত থেকে কত তারিখ পর্যন্ত রাজ্যে ছুটি ঘোষণা করলো সরকার।
এই বছর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি সমস্ত উৎসবই অক্টোবর মাসে পড়ার ফলে গোটা অক্টোবর চলবে ছুটি। ২রা অক্টোবর ছুটি পড়ছে মহালয়া ও গান্ধী জয়ন্তী উপলক্ষে। এরপর ৭ই অক্টোবর থেকে পড়ছে লম্বা ছুটি। ৯ই অক্টোবর দুর্গাপুজোর ষষ্ঠী শুরু হলেও লম্বা ছুটি শুরু হচ্ছে ৭ই অক্টোবর থেকে এবং চলবে একটানা ১৮ ই অক্টোবর পর্যন্ত। অর্থাৎ দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজো কাটলে তারপরই সরকারী প্রতিষ্ঠানগুলো খুলবে।
মহালয়ার ছুটির পর ৭ তারিখ অর্থাৎ চতুর্থী থেকে ছুটি ঘোষণা করলো রাজ্য। এরপর ৮ই অক্টোবর পড়ছে মহা পঞ্চমী, ৯ই অক্টোবর মহা ষষ্ঠী, ১০ ই অক্টোবর সপ্তমী, ১১ই অক্টোবর পড়ছে মহা অষ্টমী ও নবমী আর ১২ ই অক্টোবর পড়ছে দশমী। তবে এবার চারদিনে মায়ের বিদায় হবে কিনা সেই বিষয়ে ক্লাব গুলোর সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে।
#End