পুড়ছে টেসলা-মার্সিডিজ, ছুটে পালাচ্ছেন বাসিন্দারা, ভয়াবহ দাবানলে বিধ্বস্ত এই দেশ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- যেদিকে তাকানো যায়, সেদিকেই দাউদাউ করে জ্বলছে আগুন। একে একে আগুনের গ্রাসে চলে যাচ্ছে বাড়িঘর, দোকানপাট। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় জ্বলে যাচ্ছে গোটা গাড়ি। পরিস্থিতি এমনই যে, শুধু প্রাণটুকু নিয়ে পালাতে পারছেন বাসিন্দারা। এমনই ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলসের একটি জনবসতি। এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডস-এর প্রায় ৩০০০ একর জমি দাবানলের গ্রাসে গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ক্রমশ বাড়ছে দাবানলের পরিধি। এএফপি সূত্রের খবর, ঝোড়ো হাওয়ার কারণে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাচ্ছে। দাবানল নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আগুনের গ্রাসে বিপুল দামি বাড়িঘর ও গাড়িও। আমেরিকার ওই এলাকায় সান্তা মনিকা মাউন্টেনসে অতি বিত্তবান শ্রেণির লোকজনের একাধিক বহুমূল্যের বাড়ি রয়েছে। ওই এলাকাও দাবানলের কবলে গ্রাসে। সংবাদসংস্থা সূত্রের খবর, ওই এলাকায় রাস্তায় মধ্যে বিলাসবহুল গাড়ি রেখে প্রাণ বাঁচাতে পালিয়েছেন বাসিন্দারা। উদ্ধারকারী দল বুলডোজ়ার দিয়ে রাস্তা থেকে ওই গাড়ি সরিয়েছে। বিলাসবহুল গাড়ির তালিকায় রয়েছে BMW, টেসলা এবং মার্সিডিজ় বেঞ্জের মতো গাড়ি। আগুনের গ্রাসে বহু সম্পত্তি নষ্ট হলেও, লস অ্যাঞ্জলসের দমকল বিভাগ থেকে জানানো হয়েছে এই দাবানলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

এক দিকে ঝোড়ো হাওয়া অন্য দিকে দাবানল, এই দুইয়ের মাঝে কার্যত থমকে গিয়েছে ওই এলাকার জনজীবন। ঝোড়ো হাওয়ার কারণে দ্রুত ছড়িয়েছে দাবানল। আগুন সামাল দিতে শ’য়ে শ’য়ে দমকল কর্মী কাজ করছেন। আকাশপথেও দাবানল রোখার চেষ্টা করা হচ্ছে। কোথাও মাটি কেটে, জঙ্গল সাফ করে ফায়ার ব্রেক তৈরি করা হচ্ছে। যাতে আগুনের গ্রাস ঠেকিয়ে রাখা যায়। মঙ্গলবার সন্ধে পর্যন্ত ওই এলাকায় প্রায় ৩০ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিবিসি সূত্রের খবর, ওই এলাকার কিছু স্কুল আপাতত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন