পুদুচেরিতে ল্যান্ডফল করবে ‘ফেঞ্জল’ ! জানুন বঙ্গে কেমন প্রভাব

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Cyclone-Fengal-and-Rain-Alert-in-West-Bengal-By-IMD

Bangla News Dunia , Pallab : শীতের আগমনে বাধা সৃষ্টি করল ঘূর্ণিঝড় ফেঞ্জল। বঙ্গে প্রভাব না ফেললেও দেশের দক্ষিন পূর্ব এলাকায় বিরাট মেঘের সৃষ্টি করেছে। ফলে উত্তর পশ্চিম দিক থেকে ছুটে আসা ঠান্ডা বাতাস বাধার সম্মুখীন হচ্ছে। যার প্রভাবে বাংলার আবহে ঠান্ডার আগমনে বাধা পড়ছে।

শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ফেঞ্জল। আজ শনিবার তামিলনাডুর পুদুচেরির কাছাকাছি জায়গায় ‘ফেঞ্জল’ আছড়ে পড়বে। পূর্বাভাস মতো এই ঘূর্ণিঝড়ের বাংলায় কোনও প্রভাব পড়বে না। তবে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

বঙ্গোপসাগরে ঘনীভুত ঘূর্ণিঝড়টি আজ শনিবার তামিলনাডু উপকূলে পুদুচেরির খুব কাছে ল্যান্ডফল করবে বলে মনে করছেন আবহবিদরা। ইতিমধ্যেই তামিলনাডু ও কর্নাটকে প্রবল বৃষ্টি শুরু হওয়ায়, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গে ফেঞ্জল ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও আকাশে হালকা মেঘের আস্তরণ দেখা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিনে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম।

সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস উপকূলের চার জেলাতে। আজ, 30 নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পয়লা ডিসেম্বর, রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। #End

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন