পুলিশের বেশে অবৈধভাবে ট্রাক চালকদের থেকে টাকা আদায়, গ্রেপ্তার ৭ ‘নকল পুলিশ’

By Bangla News Dunia Dinesh

Published on:

police take money from truck driver

Bangla News Dunia, দীনেশ : পুলিশ সেজে রাস্তা থেকে তোলা আদায় করতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়ল ৭ প্রতারক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ জেলার সন্থা চকে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে অভিযান চালায় কোচাধামন থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে প্রতারকরা।

জানা গিয়েছে, এদিন রাতে ৩২৭-ই জাতীয় সড়কের সন্থা চকে বিভিন্ন গাড়িকে দাঁড় করিয়ে টাকা আদায় করছিল ৭ যুবক। এদের কয়েকজনের পরনে ছিল পুলিশের জলপাই রঙের পোশাক। তাঁদের কাছে ছিল পুলিশ স্টিকার লাগানো একটি বিলাসবহুল গাড়ি। এই পুলিশের বেশেই প্রতারকরা অবৈধভাবে টাকা আদায় করছিল প্রতিটি ট্রাক থেকে। এই খবর পেয়ে কোচাধামন থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। সেখান থেকে গ্রেপ্তার হয় প্রতারকরা। পুলিশ বাজেয়াপ্ত করে ধৃতদের হেপাজতে থাকা একটি গাড়ি, ৬টি মোবাইল ফোন, নগদ ৭৪৭০ টাকা ও ছয়টি পুলিশের পোশাক।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

ধৃতরা হলেন, কৌশল কুমার, মনিশ কুমার, মহম্মদ দানিশ, মহম্মদ আজহারউদ্দিন, মহম্মদ নওশাদ, মহম্মদ সাজ্জাদ ও সন্তোষ কুমার। এদের মধ্যে একমাত্র কৌশল পূর্ণিয়ার বাসিন্দা, সন্তোষ মধুবনীর বাসিন্দা, বাকিরা কিশনগঞ্জ সদর থানা এলাকার। কিশনগঞ্জ জেলা পুলিশ সুপার সাগর কুমার জানান, ধৃতদের বিরুদ্ধে দাদাগিরি, প্রতারণা সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের কিশনগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতে পাঠিয়েছে বিচারক।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন