পুলিশের ব্যবহারে সরব হলেন ই কমার্স কোম্পানির কর্মকর্তারা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  সমরেশ দাস : – এবার আইনরক্ষকদের বিরুদ্ধেই আইনভাঙার অভিযোগ আনলো ই – কমার্স কোম্পানি । করোনা মোকাবিলায় ইতিমধ্যে সারা দেশে লকডাউন জারি করা হয়েছে। এরই মধ্যে অত্যাবশ্যকীয় সামগ্রী ঘরে-ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছে তারা , সেই ই-কমার্স সংস্থাগুলি আইনরক্ষার নামে পুলিসি হেনস্তার বিরুদ্ধে সরব হল।

বিগ বাস্কেট, ফ্রেশ মেনুর মতো নামকরা সংস্থার প্রোমোটার কে গণেশ জানান, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় পুলিস ডেলিভারি এজেন্টদের শারীরিক নিগ্রহ করেছেন। এমনকী, কেরলে একজনকে লকডাউনের নির্দেশ অমান্য করার অপরাধে গ্রেপ্তারও করা হয়েছে। এর ফলে পুরো কাজ করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে , এরকম হলো আগামী দিনে আমরা কাজ কি করে করবো । করোনা প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেও গণেশের মন্তব্য, মানুষের হাতে খাবার, ওষুধ এবং খাদ্যপণ্য তুলে দেওয়ার জন্য ই-কমার্স সংস্থাগুলিকে যে ছাড় দেওয়া হয়েছিল, সেই খবর হয়তো পুলিস মহলের নীচের স্তর পর্যন্ত পৌঁছয়নি।

[ আরো পড়ুন :- করোনা ভাইরাসের মতো মহামারীর আভাস আগেই পেয়েছিলেন মাইকেল জ্যাকসন ! ]

এরপর পুলিস-প্রশাসনের কাছে আর্জির সুরে তিনি বলেন, ‘আমাদের ছেলেরা তাদের জীবন বিপন্ন করে সাধারণ মানুষের কাছে সামগ্রী পৌঁছে দিচ্ছেন। দয়া করে তাঁদের নিগ্রহ করবেন না।’ একই অভিযোগ তুলেছে গ্রোফার্স এবং ফ্রেস টু হোম-এর মতো সংস্থাও।

আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাই গতকাল জানিয়ে দিয়েছেন যে যারা প্রতিদিনের সামগ্রী দিতে যারা আসছেন তাদের কে আটকানো চলবেনা এবং তাদের ছার দেওয়া হলো । নিত্য প্রয়োজনীয় জিনিস যারা নিয়ে আসছেন তাদের জন্য দরকার হলে পাস দেওয়া হবে যাতে তারা সুষ্ঠ ভাবে কাজ করতে পারেন ।

[ আরো পড়ুন :- ” লক ডাউন ” না মানায় দেশবাসীকে কি ম্যাসেজ দিলেন সচিন ! দেখুন ভিডিও ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন