পুলিশ অফিসারের স্বামীর ‘নিখোঁজ-রহস্য’, শেষ হয়েও শেষ না হওয়ার কাহিনি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ব্যাপারটা অনেকটা ‘হারানো-প্রাপ্তি-নিরুদ্দেশ’-এর মতোই। তবে এখানে ‘নিরুদ্দেশ’ সম্পর্কে ঘোষণার মতো করে শুরু হয়েছিল ব্যাপারটা।

স্বামী দীপাঞ্জন বসাক ‘নিখোঁজ’ বলে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজভবনে কর্মরত মহিলা পুলিশ অফিসার শান্তি দাস বসাক। স্বামীর খোঁজ দিতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনুরোধও জানান শান্তি। পুলিশকর্মীর স্বামী ‘নিখোঁজ’ বলে কথা, জোরকদমে শুরু হয় খোঁজ। অবশেষে ‘প্রাপ্তি’! কয়েক ঘণ্টার মধ্যেই শান্তি দাস বসাকের দ্বিতীয় পোস্ট— তাঁর স্বামী ফিরে এসেছেন, নিরাপদেও রয়েছেন। কিন্তু কোথায় গিয়েছিলেন তিনি? আর আচমকা উধাও হওয়ার কারণটাই বা কী? দিনের শেষে পুরো ব্যাপারটাই কেমন যেন ‘শেষ হয়েও হইল না শেষ…’

দীপাঞ্জন পেশায় অভিনেতা। অভিনেতা জিতের সঙ্গে ‘পাওয়ার’ ছবিতে অভিনয় করেছেন তিনি। একইসঙ্গে ফিটনেসের উপর তাঁর বিশেষ ঝোঁক রয়েছে। ২০২১ সালে জুলাই মাসে শান্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই মহিলা সিআইডিতেও ছিলেন। এই মুহূর্তে শান্তি রাজভবনে কর্মরত।

আরো পড়ুন: স্টেট ব্যাংকে নতুন করে ৬০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে! মাসিক বেতন ৪৮,০০০ টাকা, শীঘ্রই আবেদন করুন

সূত্রের খবর, বৃহস্পতিবার হাওড়ার দিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন দীপাঞ্জন। তারপর থেকে তাঁর খোঁজ নেই। প্রথমে বাড়ির সদস্যরা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন তাঁর সঙ্গে। কিন্তু খোঁজ মেলেনি। খোঁজ না পেয়ে ও তাঁর সন্ধান পেতে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন শান্তি।

কিন্তু নিজে দায়িত্বশালী পুলিশ অফিসার হয়েও কেন তিনি স্বামীর ‘নিখোঁজ’ হওয়ার ঘটনায় থানায় মিসিং ডায়েরি করলেন না? এই প্রশ্নই তুলেছেন নেটিজেনদের বড় অংশ। অনেকে আবার মনে করছেন, পুলিশি অনুসন্ধান এড়াতেই মিসিং ডায়েরি করা হয়নি। কিন্তু অন্য গ্রুপের প্রশ্ন, সেক্ষেত্রে ঘনিষ্ঠ মহলের কোনও সোশ্যাল গ্রুপে ঘটনার কথা না কেন ওপেন প্ল্যাটফর্মে পোস্ট করলেন শান্তি? তবে কি পুরোটাই নজর টানার চেষ্টা? নাকি পারিবারিক অশান্তিকে সোশ্যাল মিডিয়ার চণ্ডীমণ্ডপে এনে ফেলা?

 শান্তি অবশ্য এই সব প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি বলেন, ‘ওঁর খোঁজ পেয়েছি। তবে এখনও বাড়ি আসেনি। সাউথ সিটি মলের আশেপাশের এলাকা থেকে ওকে খুঁজে পাওয়া গিয়েছে। ও কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল জানি না। বাড়ি ফিরলে সবটা জানার চেষ্টা করব।’ কেন তিনি থানায় মিসিং ডায়েরি করেননি? শান্তির জবাব, ‘আমি ২৪ ঘণ্টা দেখে নিতে চেয়েছিলাম।’ সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করার পর থেকেই অনেকেই তাঁর স্বামীর খোঁজ শুরু করেন বলে জানান তিনি। সেই ভাবেই কি মিলল খোঁজ? তার নির্ভরযোগ্য জবাব অবশ্য মেলেনি।

আরো পড়ুন: কেন ভারতের অর্থনীতির উন্নয়নের ‘গুরুঠাকুর’ বলা হয় মনমোহন সিং-কে ? জানুন বিস্তারিত

আরো পড়ুন:  কংক্রিটের থেকেও শক্ত অংশ রয়েছে প্রতিটি মানুষের শরীরে, কোথায় জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন